X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিন হাফসেঞ্চুরিতে লিডের পথে বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৬

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যুব টেস্টে লিডের পথে বাংলাদেশ। তিন হাফসেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা ৫ উইকেটে করেছে ২৬৬ রান। প্রথম ইনিংসে ইংলিশদের করা ২৮০ রান থেকে পিছিয়ে আছে মাত্র ১৪ রানে।

ওয়ানডে সিরিজ জয়ের পর চার দিনের ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চমৎকার বোলিংয়ে দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে ২৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে তারা। পারভেজ হোসেন, তৌহিদ হৃদয় ও আকবর আলীর হাফসেঞ্চুরিতে স্বস্তিতে দিন পার করেছে বাংলাদেশ।

ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ভালো ছিল না স্বাগতিকদের। দলীয় ১২ রানে তারা হারায় ওপেনার তানজিদ হাসানকে। ৪ রান করে তার ফেরার পর বড় জুটি গড়েন অমিত হাসান ও পারভেজ হোসেন। দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ৯৩ রানের জুটি। অমিত (৪৯) ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করলেও পারভেজ তুলে নেন ফিফটি। ১৪৮ বলে ৭ বাউন্ডারি ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ৬২ রানের ইনিংস।

তার পথে হেঁটে হাফসেঞ্চুরি পূরণ করেন তৌহিদ হৃদয়। ১৩৮ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় তার কাছ থেকে আসে ৬১ রান। এরপর ফিফটি পেয়েছেন অধিনায়ক আকবর আলীও। দিন শেষে তিনি অপরাজিত ৫৬ রানে। আকবরের সঙ্গে তৃতীয় দিনের খেলা শুরু করবেন শাহাদত হোসেন (০*)।

বাংলাদেশি ব্যাটসম্যানদের সামনে বেশ পরীক্ষা দিতে হয়েছে ইংলিশ বোলারদের। একটি করে উইকেট পেয়েছেন অ্যাডাম ফিঞ্চ, জর্জ ব্লাডারসন, হামিদউল্লাহ কাদরি ও লুইস গোল্ডসওর্থি।

এর আগে ৮ উইকেটে ২৬১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংল্যান্ড আর ১৯ রান যোগ করে গুটিয়ে যায়। সর্বোচ্চ ৯৯ রান আসে বেন চার্লসওর্থের ব্যাট থেকে। ৬৫ রান করেন জর্জ ব্লাডারসন।

প্রথম ইনিংসে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রুহেল আহমেদ। এই স্পিনারের শিকার ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন মিনহাজুর রহমান। আর ২টি উইকেট পেয়েছেন আসাদউল্লাহ গালিব।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ