X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ডি ককে রক্ষা দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৪

কুইন্টন ডি কক করেছেন ৮০ রান ১৭ রানে নেই ৩ উইকেট। মিডল অর্ডারও সে রকম প্রতিরোধ গড়তে পারলো না। ব্যাটসম্যানদের এই ব্যর্থতার ভিড়ে জ্বলে উঠলো কুইন্টন ডি ককের ব্যাট। শ্রীলঙ্কার বিপক্ষে ডারবান টেস্টের প্রথম ইনিংসে  এই উইকেটরক্ষকের কার্যকরী হাফসেঞ্চুরিতে রক্ষা দক্ষিণ আফ্রিকার।

ডি ককের ৮০ রানের ইনিংসে ভর দিয়ে স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে করেছে ২৩৫ রান। তাদের গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম দিন শেষ করেছে ১ উইকেটে ৪৯ রানে। প্রোটিয়াদের চেয়ে পিছিয়ে আছে ১৮৬ রানে। রানের খাতা খোলার আগেই লাহিরু থিরিমানে আউট হলেও ওশাদা ফার্নান্ডোকে (১৭) সঙ্গে নিয়ে দিনের বাকি সময় পার করে দিয়েছেন দিমুথ করুণারত্নে (২৮*)।

লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্ডোর তোপে শুরুতেই এলোমেলো টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা। এই পেসার ফেরান দুই ওপেনার ডিন এলগার (০) ও এইডেন মারক্রামকে (১১)। ৯ রানে ২ উইকেট হারানো প্রোটিয়ারা ঘুরে দাঁড়াবে কী, উল্টো আরও চাপে পড়ে হাশিম আমলা মাত্র ৩ রান করে ফিরে গেলে।

বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকাকে পথে ফেরানোর চেষ্টা করেন তেম্বা বাভুমা ও ফাফ দু প্লেসি। তাদের জুটিতে স্বাগতিক ক্যাম্পে স্বস্তির বাতাস বইলেও খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। অধিনায়ক দু প্লেসি ৩৫ রান করে ফিরলে ভাঙে তাদের জুটি। চমৎকার ব্যাটিংয়ে বাভুমা হাফসেঞ্চুরির কাছাকাছি চলে গেলেও দুঃখজনক রান আউটে তিনি প্যাভিলিয়নে ফেরেন ৪৭ রানে।

এরপরই শুরু ডি ককের প্রতিরোধ। চমৎকার ব্যাটিংয়ে একাই টেনে নিয়ে গেছেন প্রোটিয়াদের স্কোর। কেশব মহারাজ (২৯) তাকে খানিক সঙ্গ দিলেও ভারনন ফিল্যান্ডার (৪), কাগিসো রাদাবা (৩), ডেল স্টেইন (১৫) ব্যর্থ হয়েছেন। শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৮০ রানে থামেন ডি কক। এই উইকেটরক্ষক ৯৪ বলে ৮ চার ও এক ছক্কায় সাজান তার কার্যকরী ইনিংসটি।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার বিশ্ব ফার্নান্ডো। এই পেসার ৬২ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট শিকার কাসুন রাজিথার। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!