X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

২০৩০ বিশ্বকাপ আয়োজনে একজোট লাতিন চার দেশ

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৫

২০৩০ বিশ্বকাপ আয়োজনে একজোট লাতিন চার দেশ চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা ঘোষণা করেছেন, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের সঙ্গে মিলে তারা ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করতে যাচ্ছে ফিফার কাছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে চিলি প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন তাদের ইচ্ছার কথা। পিনেরা জানিয়েছেন, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের সঙ্গে আলোচনার পর সবাই একজোট হয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘোষণার আগেই অবশ্য মরক্কো, স্পেন ও পর্তুগাল একসঙ্গে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের সংকেত দিয়ে রেখেছে। এই তিন দেশের বিপরীতে গ্রিস, বুলগেরিয়া, সার্বিয়া ও রোমানিয়ার যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের ইচ্ছার কথাও শোনা গেছে।

তাদের বিষয় আলোচনার মধ্যে থাকলেও লাতিন আমেরিকার চার দেশের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে চিলি প্রেসিডেন্টের টুইটার পোস্টে। পিনেরা জানিয়েছেন, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর তারা একজোট হয়ে ফুটবলের সর্বোচ্চ আসর আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন।

চিলি প্রেসিডেন্ট পিনেরার টুইটার পোস্টটি এমন, ‘আর্জেন্টিনা প্রেসিডেন্ট মাউরিসিও মাকরি, চিলি প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা, প্যারাগুয়ে প্রেসিডেন্ট মারিও আবদো ও উরুগুয়ে প্রেসিডেন্ট তাবারে ভাসকেস, সবাই ২০৩০ সালের বিশ্বকাপ একসঙ্গে আয়োজনের ব্যাপারে একমত হয়েছেন।’

ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ হয়েছিল ১৯৩০ সালে, উরুগুয়ের মাটিতে। ফুটবল মহাযজ্ঞের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ছিল উরুগুয়ের। এবার তাদের সঙ্গে চিলি ও প্যারাগুয়ে যোগ দিয়ে ২০৩০ সালের প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব করতে যাচ্ছে।

আর্জেন্টিনা শেষবার বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৭৮ সালে। ঘরের মাঠের ওই প্রতিযোগিতায় শিরোপাও জিতেছিল তারা। চিলিও আয়োজক হওয়ার স্বাদ পেয়েছিল ১৯৬২ সালে। কেবল প্যারাগুয়েরই নেই ফুটবল মহাযজ্ঞ আয়োজনের অভিজ্ঞতা। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!