X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্মরণীয় হলো না মুশফিকের ‘২০০’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:২২

স্মরণীয় হলো না মুশফিকের ‘২০০’ ক্রাইস্টচার্চে কিউইদের বিপক্ষে ২০০তম ওয়ানডে খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। মাশরাফি বিন মুর্তজার পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। যদিও ব্যাট হাতে ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে পারলেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বোল্ড হয়ে ফিরেছেন ২৪ রান করে।

তাতে তার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। লুকি ফার্গুসনের বলে আউট হওয়ার পর প্যাভিলিয়নে ফেরার পথে তার চোখেমুখে ছিল রাজ্যের হতাশা। ব্যাট দিয়ে ম্যাচটিকে রাঙিয়ে নিতে না পারলেও মুশফিকের এই যাত্রায় বাংলাদেশ তার কাছ থেকে পেয়েছে অনেক সাফল্যময় ইনিংস। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করার পর থেকে তিনি নিয়মিত খেলেছেন বাংলাদেশের জার্সিতে। ব্যাট হাতে ও উইকেটের পেছনে অবদান রেখে যাচ্ছেন তিনি অসাধারণ দক্ষতায়।

লড়াকু এক ক্রিকেটার মুশফিক। শেষ মুহূর্ত পর্যন্ত হার না মেনে লড়াই করে যাওয়ার অনেক উদাহরণ আছে তার। এই মুহূর্তে বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। টেকনিক্যালি দিক থেকে তাকে দেশসেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেন অনেকেই।

তবে মুদ্রায় উল্টো পিঠও দেখেছেন মুশফিক। ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় গেছে তারা ২০০৭-০৮ মৌসুম। ওই সময়টাতে তিনি ম্যাচের পর ম্যাচ রান খরায় ভুগেছেন। সব ফরম্যাট মিলিয়ে টানা ১৬ ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনি, যেখানে সর্বোচ্চ ইনিংসটি ছিল ৮ রানের! এর মধ্যে পাঁচবার আউট হয়েছিলেন রানের খাতা না খুলেই।

সেই মুশফিক পরিশ্রম করে নিজেকে বদলে ফেলেছেন। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে পরিশ্রম করা ক্রিকেটারের নাম মুশফিক। এমনকি দলের ঐচ্ছিক ছুটির দিনগুলোতেও সবার আগে মাঠে উপস্থিত থাকেন তিনি। মুশফিক নিজেই অনুধাবন করেছেন, কেবল প্রতিভা দিয়ে ২২ গজে টিকে থাকা যাবে না; তাই দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে গেছেন।

নিবিড় এই অনুশীলনের ফল মিলতে সময় নেয়নি। ২০০৮ সালে পরিশ্রমের ফল পাওয়া শুরু হলেও ধারাবাহিকতার অভাব থেকেই গিয়েছিল। তবে হাল ছাড়েন না মুশফিক। একের পর এক চেষ্টা চালিয়ে যান। তার পরিশ্রম বিফলে যায়নি।

ক্রাইস্টচার্চের ম্যাচের আগে মুশফিকের ওয়ানডেতে সংগ্রহ ৫ হাজার ৩৫১ রান। ৩৪.৭৪ গড়ে ৬ সেঞ্চুরির সঙ্গে আছে ৩২ হাফসেঞ্চুরি, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। উইকেটের পেছনে ১৬২টি ক্যাচ ও ৪২টি স্টাম্পিং মিলিয়ে ২০৪টি ডিসমিসিয়াল মুশফিকের। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩৭টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেন তিনি।

জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার অভিজ্ঞতা মাশরাফির। ক্রাইস্টচার্চে ২০৪ নম্বর ওয়ানডে খেলতে নেমেছেন মাশরাফি। যার মধ্যে ২০২টি খেলেছেন তিনি বাংলাদেশের জার্সি গায়ে, বাকি দুটি এশিয়া একাদশের হয়ে। ম্যাচ সংখ্যায় ওয়ানডে অধিনায়কের পরেই আছেন মুশফিক (২০০)। ১৯৫ ম্যাচ নিয়ে তৃতীয় অবস্থানে সাকিব আল হাসান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ