X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দলের পারফরম্যান্সে হতাশ মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৮

দ্বিতীয় ওয়ানডেতেও হেরে হতাশ মাশরাফি ভেন্যু বদল হলেও বদলায়নি বাংলাদেশের ভাগ্য। নেপিয়ারে প্রথম ওয়ানডেরই যেন পুনরাবৃত্তি ক্রাইস্টচার্চে দ্বিতীয় ম্যাচে। দুটি ম্যাচের ফল একই—৮ উইকেটে হার। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে পর্যুদস্ত হয়ে নিউজিল্যান্ডে আরও একটি সিরিজ হেরে ভীষণ হতাশ মাশরাফি মুর্তজা।

ম্যাচ শুরুর আগে বৃষ্টি হওয়ায় হ্যাগলি ওভালের উইকেট হয়ে পড়েছিল পেস বান্ধব। বোল্ট-হেনরি-ফার্গুসন-নিশামদের সামনে শুরু থেকেই অস্বস্তিতে ছিল বাংলাদেশের ব্যাটিং। ষষ্ঠ উইকেটে মিঠুন-সাব্বিরের ৭৫ রান ছাড়া বড় জুটি গড়ে ওঠেনি। তাই ২২৬ রানের সাদামাটা স্কোরে থেমে গেছে টাইগাররা। মার্টিন গাপটিলের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে সিরিজ জয় নিশ্চিত করতে একটুও সমস্যা হয়নি কিউইদের।

এক কথায় আগাগোড়া ব্যর্থ একটা দিন। ম্যাচ শেষে সঞ্চালকের সামনে তাই হতাশা লুকিয়ে রাখতে পারেননি মাশরাফি, ‘আমাদের জন্য অত্যন্ত কঠিন একটা দিন গেছে। আমরা শুরুতেই উইকেট হারিয়েছি। একটি বাদে বাকি সব জুটি তিরিশের ঘরে আটকে ছিল। জুটিগুলো ষাটের ঘরে গেলে ম্যাচটা অন্যরকম হতে পারতো। শুধু মিঠুন ভালো ব্যাট করেছে। আর বোলারদের মধ্যে ভালো করেছে মোস্তাফিজ।’

মিঠুনের ৫৭ আর সাব্বিরের ৪৩ ছাড়া আর কোনও ভালো ইনিংস নেই। তাই প্রতিপক্ষকে বড় টার্গেট দিতে পারেনি বাংলাদেশ। যে কারণে মাশরাফি বিমর্ষ, ‘এই ম্যাচে আমাদের জন্য ইতিবাচক কিছু ছিল না। দলগত পারফরম্যান্সের প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। অন্তত ২৭০-২৮০ রান করা দরকার, অথচ আমরা করছি ২২০-২৩০ রান। ২৭০-২৮০ করতে পারলে অন্তত লড়াই করতে পারতাম।’

মাশরাফির দল এখন তাকিয়ে শেষ ওয়ানডের দিকে। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর চারটায় ডানেডিনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে টাইগাররা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন