X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেখ জামাল ও রূপগঞ্জের দাপুটে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১৮:৩৩আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৮:৩৩

শেখ জামালের ম্যাচসেরা পারফরমার গুনারত্নে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণে শিরোপা জেতা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫০ ওভারের লড়াইয়ের শুরুতে সুবিধা করতে পারেনি। প্রথম চার ম্যাচে মাত্র একটি জিতেছিল। এই আসরে প্রথমবার তারা টানা দ্বিতীয় জয় পেলো গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪৩ রানে হারিয়ে।

এদিন ষষ্ঠ রাউন্ডের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৫ উইকেটে তারা জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে।

৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে রূপগঞ্জ। শীর্ষে থাকা আবাহনীর সমান পয়েন্ট তাদের। খেলাঘর ২ পয়েন্টে ১১তম। তিন জয়ে ৬ পয়েন্টে ষষ্ঠ স্থানে শেখ জামাল, ৪ পয়েন্টে অষ্টম দল গাজী গ্রুপ।

শেখ জামাল-গাজী গ্রুপ

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মিডল অর্ডারের কল্যাণে গাজী গ্রুপকে ২৭৮ রানের লক্ষ্য দেয় শেখ জামাল। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৭৭ রান করে তারা। এরপর ৪৭ ওভারে ২৩৪ রানে গাজী গ্রুপ অলআউট হয়।

১৭ রানে প্রথম উইকেট হারানোর ধাক্কা শেখ জামাল কাটিয়ে ওঠে ফারদিন হাসানের ৪৬ রানের সৌজন্যে। কিন্তু ১৩১ রানে ৪ ব্যাটসম্যান ফিরে গেলে অস্বস্তিতে পড়েছিল তারা। ১২১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নেন নুরুল হাসান সোহান ও আসেলা গুনারত্নে।

গুনারত্নে ৬৫ বলে ৭ চার ও ২ ছয়ে ৭৯ রান করেন গুনারত্নে। এই শ্রীলঙ্কান ব্যাটসম্যানকে দেওয়া হয় ম্যাচসেরার স্বীকৃতি, বোলিংয়ে ২ উইকেট নেন তিনি। ৮১ বলে ৮ চার ও ১ ছয়ে ৮১ রানে অপরাজিত ছিলেন নুরুল।

গাজী গ্রুপের পক্ষে পারভেজ রসূল সর্বোচ্চ ৩ উইকেট নেন।

লক্ষ্যে নেমে ১০৪ রানে ৭ উইকেট হারায় গাজী গ্রুপ। ধুঁকতে থাকা এই দলকে রক্ষা করেন শামসুর রহমান ও মেহেদী হাসান। ৮৯ রানের এই জুটি ভাঙলে গুটিয়ে যায় দলটি। শামসুর ৮১ ও মেহেদী ৬০ রানে আউট হন।

সালাউদ্দিন শাকিল ও খালেদ আহমেদ শেখ জামালের পক্ষে তিনটি করে উইকেট নেন।

খেলাঘর-রূপগঞ্জ

সাভারে টস হেরে ব্যাটিংয়ে নেমে তিন ফিফটিতে বড় স্কোরের আভাস দেয় খেলাঘর। ৩ উইকেটে ২৬৪ রান করে তারা। কিন্তু মেহেদী মারুফের সেঞ্চুরিতে তাদের বিপক্ষে চার বল বাকি থাকতে জিতে যায় রূপগঞ্জ। ৪৯.২ ওভারে ৫ উইকেটে ২৬৮ রান করে তারা।

রবিউল ইসলাম রবি দলীয় ৮৫ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন। তিনি ৫৩ রানে বিদায় নিলে মাহিদুল ইসলাম অঙ্কন ও আল মেনারিয়ার জুটি প্রতিরোধ গড়ে। তারা স্কোরবোর্ডে যোগ করেন ১৩১ রান। মাহিদুল ৭৭ রানে আউট হলেও ৮৭ রানে অপরাজিত ছিলেন মেনারিয়া।

লক্ষ্যে নেমে মেহেদী আর মোহাম্মদ নাঈমের ১১৮ রানের উদ্বোধনী জুটি সহজ জয়ের পথ তৈরি করে। ৭৩ বলে ৯ চার ও ১ ছয়ে ৭২ রান করেন নাঈম। দলীয় ২৩৯ রানে বিদায় নেন মেহেদী, তার ব্যাটে আসে ইনিংস ও ম্যাচসেরা ১০৮ রান। তার ১৩৮ বলের ইনিংসে ছিল ৮ চার ও ২ ছয়।

অধিনায়ক নাঈম ইসলাম ২৮ রানে অপরাজিত থেকে শেষ ওভারে জেতান রূপগঞ্জকে।

খেলাঘরের পক্ষে মইনুল ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ