X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘জিদান কখনও রিয়াল ছেড়ে যাননি’

স্পোর্টস ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ১৪:২৯আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৪:২৯

‘জিদান কখনও রিয়াল ছেড়ে যাননি’ প্রায় ১০ মাস পর আবারও রিয়াল মাদ্রিদের কোচ হলেন জিনেদিন জিদান। ক্লাবের কঠিন পরিস্থিতিতে সাবেক ফরাসি ফরোয়ার্ডকে দায়িত্ব দিয়েছে মাদ্রিদ ক্লাব। তাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। গত মৌসুমের শেষে পদত্যাগ করলেও জিদান এতদিন ক্লাবের সঙ্গেই ছিলেন মনে করেন কাসেমিরো।

টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানোর কয়েক দিন পরই রিয়ালকে বিদায় বলেন জিদান। এরপর দায়িত্ব নেন হুলেন লোপেতেগি, সুবিধা করতে পারেননি। মাত্র সাড়ে ৫ মাসের মাথায় বরখাস্ত হন। অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে দারুণ শুরু করলেও কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগে বিদায়ে চাকরি হারান সান্তিয়াগো সোলারিও। তার জায়গায় এসেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

আবারও জিজুকে পেয়ে মার্কার কাছে উচ্ছ্বাস প্রকাশ করলেন কাসেমিরো, ‘আমাদের কোচ ক্লাবের একজন আইকন। শুধু খেলোয়াড় হিসেবে নয়, কোচ হিসেবেও।’ রিয়াল মিডফিল্ডার বলেছেন, ‘জিদান প্রমাণ করেছে সে একজন কোচের চেয়েও বেশি কিছু। তিনি কখনও রিয়াল ছেড়ে যাননি, দলের সঙ্গেই ছিলেন। এই সময়ে তিনি নিশ্চয় আমাদের সঙ্গে ভুগেছেন এবং এজন্য তিনি এসেছেন।’

সেই আগের জিদানকে খুঁজে পাচ্ছেন কাসেমিরো, ‘জিদানে চলে যাননি এবং তার জন্য সবসময় আমাদের ভালোবাসা ছিল। তিনিও ভালোবেসে স্বাভাবিকভাবে ফিরেছেন, সেই একই জিজু।’

প্রত্যাবর্তনের ম্যাচে জিদান জয়ের স্বাদ পেয়েছেন। আন্তর্জাতিক সূচির আগে রিয়াল ২-০ গোলে সেল্তা ভিগোকে হারিয়েছে। বলতে গেলে, লা লিগার শিরোপার দৌড় থেকে ছিটকেই গেছে রিয়াল। তবে পরের মৌসুম নিয়ে আশাবাদী কাসেমিরো, ‘শিরোপা জেতায় অন্যতম চাবিকাঠি তিনি। সম্প্রতি সময়ে তিনি সেটা প্রমাণ করেছেন। তার সঙ্গে নিশ্চয় আমরা শিরোপার জন্য লড়াই করবো।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ