X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ধোনির সমালোচনা কোহলির কাছে ‘দুঃখজনক’

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০১৯, ২০:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২০:৫৩

বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি উত্থান-পতন সব ক্রিকেটারের ক্যারিয়ারেই আছে। মহেন্দ্র সিং ধোনিও দেখেছেন। তবে ২০১৮ সালে সমালোচনার তীরে সম্ভবত বিদ্ধ হয়েছেন তিনি বেশি। এমনকি বিশ্বকাপ দলে তার থাকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ। বিশ্বকাপ জয়ী অধিনায়কের এমন অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়াটা বিরাট কোহলির কাছে ‘দুঃখজনক’।

ইংল্যান্ডের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন কোহলি। আর প্রত্যাশিতভাবে উইকেটের পেছনটা সামলাবেন ধোনি। তার মতো ‘বুদ্ধিমান’ খেলোয়াড়কে দলে পাওয়া কতটা স্বস্তির ব্যাপার, ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

২০১৮ সালটা খারাপ গেলেও চলতি বছরে চেনা রূপে ফিরেছেন ধোনি। ৯ ম্যাচে চার হাফসেঞ্চুরিতে করেছেন ৩২৭ রান। বিশ্বকাপের আগে জ্বলে ওঠা এই উইকেটরক্ষকের পক্ষে ব্যাট ধরলেন কোহলি, ‘দুঃখজনক ব্যাপার হলো, অনেকেই তার সমালোচনা করে। আপনি দেখুন সে দেশের জন্য কী না করেছে। কেউ তাকে (বিশ্বকাপের) জায়গা উপহার দেয়নি, সে এই জায়গার দাবিদার।’

ভারতীয় অধিনায়ক নিজেকে সৌভাগ্যবান মনে করেন ধোনিকে দলে পাওয়ায়। কোহলি বলেছেন, ‘সে এমন একজন মানুষ, যে ম্যাচের ভেতর-বাহির পড়তে পারে, ম্যাচের প্রথম বল থেকে শুরু করে ৩০০ বল পর্যন্ত বুঝতে পারে। এটা শুধু তার জন্য চমৎকার ব্যাপার নয়, আমি নিজেও সৌভাগ্যবান, তার মতো বুদ্ধিমান উইকেটরক্ষক আছে স্টাম্পের পেছনে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে দলের কৌশল ঠিক করতে আমি মাহি ভাই ও রোহিতের (শর্মা) পরামর্ম চাই।’

পরের কথায় বিষয়টির আরও স্পষ্ট ব্যাখ্যা দিলেন ভারতীয় ব্যাটসম্যান, ‘ফিল্ডার ঠিক করা ও বোলিং পাল্টানোর ক্ষেত্রে তার সঙ্গে আলোচনা করে থাকি। আমরা বলে থাকি, ‘আপনি মাঠের অ্যাঙ্গেল ও পিচের গতি সবচেয়ে ভালোভাবে দেখতে পারেন’, যে কারণে আমাদের দুজনের মধ্যে বিশ্বাস ও সম্মানের জায়গাটা খুব দৃঢ়।’ আইসিসি ওয়েবসাইট

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ