X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘সামনেও এভাবে খেলতে চাই আমরা’

রবিউল ইসলাম, লন্ডন থেকে
০৩ জুন ২০১৯, ০৩:০২আপডেট : ০৩ জুন ২০১৯, ০৩:০৪

মাশরাফি মুর্তজা বিশ্বকাপ জিতে শুরু করলেও মাটিতে পা রাখছেন মাশরাফি মুর্তজা। সামনের ম্যাচে আরও কঠিন পরীক্ষা দিতে হবে বলে সতর্ক করলেন বাংলাদেশ অধিনায়ক। ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে পরের ম্যাচগুলো খেলতে চান তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয়কে সবচেয়ে স্মরণীয় মানছেন না মাশরাফি। দলকে সতর্ক করে তিনি বলেছেন, ‘না (এই ম্যাচ স্মরণীয়)। আমাদের বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচ আছে। এটা সবচেয়ে স্মরণীয় না হলেও আমরা খুব ভালো খেলেছি। এটা আমাদের অন্যতম সেরা পারফরম্যান্স বলতে পারেন। আজ যেমন খেলেছি, সামনেও এভাবে খেলতে চাই। আমি নিশ্চিত প্রত্যেক দিন এরকম ম্যাচ হবে না।’

ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স। এই জয়ে সবাইকে কৃতিত্ব দিলেন অধিনায়ক, ‘আমি দলের পারফরম্যান্সে খুশি। আমরা আসলে এমনই। যখন প্রত্যেকে অবদান রাখি, বেশির ভাগ সময়ই জিতি। আমি গতকালও (শনিবার) সবাইকে বলেছি, আমরা সবাই মিলে পারফরম্যান্স করতে পারলে জয় আসবে। একই সঙ্গে আমরা অবশ্যই ভাগ্যবানও ছিলাম।’

তিন বিভাগেই সেরা ক্রিকেট খেলার পরও সৌভাগ্যের ছোঁয়া ছিল বললেন মাশরাফি, ‘আমি ভাগ্যে একটু বিশ্বাসী। আসলে পরিকল্পনা সবাই করে। পরিকল্পনা করলেই যে কাজে আসবে তা নয়, এজন্য ভাগ্যও লাগে। পুরো ম্যাচে যে কয়েকটা বল টার্ন করেছে, তার থেকে বেশি টার্ন করেছে ফাফ দু প্লেসির উইকেটের বেলায়। এটাকে ভাগ্য ছাড়া আর কী বলা যায়। এ ধরনের টুর্নামেন্টে ভালো করার জন্য ভালো খেললেই হবে না, ভাগ্যকে পাশে লাগবে।’

সম্প্রতি সাকিব আল হাসানকে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল। কিন্তু বিশ্বকাপে তিন নম্বরে উঠে ঝলক দেখালেন। ৭৫ রান করার পর এইডেন মারক্রামের গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। স্বাভাবিকভাবে অধিনায়কের প্রশংসা পেলেন সাকিব, ‘গত বছর আমরা তাকে (সাকিব) তিনে ব্যাটিংয়ের সুযোগ করে দেই। কিন্তু ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে যায় সে। ৬ মাস লেগেছিল তার মাঠে ফিরতে। পরে কিছুদিন আবার সে পাঁচে ব্যাটিং করে। কিন্তু আমরা আবার পরিকল্পনা করে তাকে তিনে পাঠাই। যেহেতু তার অভিজ্ঞতা আছে, আশা ছিল চাপ নিতে পারবে। প্রথম ম্যাচেই সে যা করেছে, দলের জন্য তা অত্যন্ত কার্যকরী।’

টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন সাকিব। এই অভূতপূর্ব রেকর্ডের পর তাকে নিয়ে গর্বিত মাশরাফি, ‘সাকিব তো আমাদের সেরা খেলোয়াড়, বিশ্বেরও। শুধু এটুকুই বলবো না। সে এমন খেলোয়াড়, যাকে সবাই ভিন্ন চোখে দেখে। আমি নিশ্চিত সে নিজেও গর্বিত। আমরা প্রত্যাশা করি সে যেন সেরা ক্রিকেট খেলে যেতে পারে। টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচে ফিফটি, এটা অবশ্যই তার জন্য দারুণ অর্জন।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ