X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

কিউই বধের ইনিংসকে সেরা বললেন বাবর

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৯, ১৪:০২আপডেট : ২৭ জুন ২০১৯, ১৪:০৬

ম্যাচ জয়ী ইনিংস খেলার উচ্ছ্বাস বাবরের অজেয় নিউজিল্যান্ডকে মাটিতে নামালো পাকিস্তান। এটা কোনও সাদামাটা জয় ছিল না, বিশ্বকাপে বাঁচিয়ে রেখেছে পাকিস্তানের আশা। আর এই মহাগুরুত্বপূর্ণ জয়ের নায়ক বাবর আজম। ডানহাতি ব্যাটসম্যান তার এই ইনিংসকে ক্যারিয়ারসেরার মর্যাদা দিলেন।

বুধবার এজবাস্টনে স্বাচ্ছন্দ্যে ব্যাট করে গেছেন বাবর। ১০১ রানের চোখ ধাঁধানো এক ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ক্যারিয়ারের দশম সেঞ্চুরিতে রঙিন করেছেন পাকিস্তানের স্বপ্ন। ১৯৯৭ সালের পর প্রথম নন-ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে শতক হাঁকান বাবর।

ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনের পেস সামলানোর পর মিচেল স্যান্টনারের স্পিন মোকাবিলা করেছেন দারুণ দক্ষতায়। নিউজিল্যান্ডের জন্য যেটা ছিল নিষ্ঠুর-নির্দয়, আর পাকিস্তানের কাছে অনবদ্য। এই ইনিংসকেই তো সেরা বলা স্বাভাবিক। বাবর বলেছেন, ‘আমার সেরা ইনিংস এটা। উইকেট খুব কঠিন ছিল। শেষ ইনিংসে অনেক টার্ন ছিল। পরিকল্পনা ছিল শেষ পর্যন্ত নিজের শতভাগ দিয়ে খেলে যাওয়া। যখন আমাদের ইনিংস শুরু হলো, তখন ফার্গুসনকে দেখে খেলার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু যখন স্যান্টনার এলো, পরিকল্পনা পাল্টে গেলো। তাকে যেন ‍উইকেট না দেই এবং সেই ঘাটতি ফাস্ট বোলারদের বিপক্ষে পুষিয়ে দেওয়ার চিন্তা ছিল।’

শেষ দুই ম্যাচে জিততে আশাবাদী বাবর। স্বপ্ন দেখছেন সেমিফাইনালের, ‘আমরা আত্মবিশ্বাসী। একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি আমরা। আশা করি সেমিফাইনালে উঠবো। আমাদের সেদিকে মনোযোগ।’

২৪ বছর বয়সী বাবরের সামনে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার সুযোগ। ১৯৯৬ সালে মাত্র ২২ বছর বয়সে ৫২৩ রান করেন ভারতীয় ব্যাটিং গ্রেট, এক বিশ্বকাপে সর্বকালের শীর্ষ অনূর্ধ্ব-২৫ বছর বয়সী ব্যাটসম্যানের তালিকায় সবার উপরে তিনি। বাবর তার চেয়ে পিছিয়ে ১৯০ রানে। ৩৩৩ রান করে এরই মধ্যে ব্রায়ান লারাকে (১৯৯২) স্পর্শ করেছেন তিনি। ১৯৯৯ ও ২০০৭ সালে রিকি পন্টিংয়ের ৩৫৪ ও এবি ডি ভিলিয়ার্সের ৩৭২ রান থেকে আর কয়েক হাত দূরে বাবর। এই পারফরম্যান্স ধরে রাখলে নিশ্চয় টপকে যাবেন সবাইকে!

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
পশ্চিম তীরে ২৫ ফিলিস্তিনি আটক ইসরায়েলের
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?