X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সাকিবের সঙ্গে ‘দ্বন্দ্ব’ নিয়ে মাহমুদউল্লাহর ভিডিও বার্তা

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ১৯:১০আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৯:৩৪

ভিডিও পোস্টে মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে মাহমুদউল্লাহর সঙ্গে সাকিব আল হাসানের বোঝাপড়া হচ্ছে না, দ্বন্দ্ব দেখা গেছে তাদের মধ্যে- এমন কানাঘুষা চলছে মিডিয়াতে। এসবের ইতি টেনে একটি ভিডিও পোস্ট করেছেন মাহমুদউল্লাহ। সেখানেই বিষয়টা পরিষ্কার করেছেন বাংলাদেশের অলরাউন্ডার।

ইনজুরি নিয়েই বিশ্বকাপে খেলেছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক মাশরাফি মুর্তজা আগেই জানিয়ে দেন, শুধু ব্যাট করবেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। কিন্তু শুরুর দিকে ব্যাটেও ছিল না রান। মিডিয়ার খবর, ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৪১ বলে ২৮ রান করলে সাকিব অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে বসিয়ে রাখতে পরামর্শ দেন। যদিও মাশরাফি তার কথা না শুনে মাহমুদউল্লাহকে দলে রাখেন। এজন্যই পরের বেশ কয়েকটি ম্যাচে সাকিব দলীয় পরিকল্পনায় অংশ নেননি।

গুঞ্জন ওঠে, সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহর রেষারেষিও হয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ বলে ৬৯ রানের ইনিংস খেলে ড্রেসিংরুমে ফিরেও বন্ধুসুলভ আচরণ করেননি তিনি। এছাড়াও ব্যাটিং পজিশন নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিলেন মাহমুদউল্লাহ। ২০১৫ বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান এবার খেলেন ছয় নম্বরে। কিন্তু তিনি চেয়েছিলেন আরও উপরের দিকে ব্যাট করতে।

এক কথায় বিশ্বকাপে মাহমুদউল্লাহকে তার মতো করে দেখা যায়নি। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় ছিল তার ও সাকিবের কথিত ‘দ্বন্দ্ব’। অবশ্য এই ব্যাপারে বিশ্বকাপের সময় একটি কথা না বললেও নতুন করে এনিয়ে গুঞ্জন ওঠায় মুখ খুললেন মাহমুদউল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে সাকিবের সঙ্গে রেষারেষির খবর উড়িয়ে দিলেন তিনি। বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগে একটি অনলাইন নিউজে একটা শিরোনাম দেখলাম। সেখানে সাকিবের সঙ্গে ড্রেসিংরুমের ঘটনাটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে সাকিবের সঙ্গে আমার কোনও দ্বন্দ্ব বা কোনও ধরনের সমস্যাই হয়নি। আমরা যতদিন ধরে একসঙ্গে খেলছি, ততদিন পর্যন্ত ভালো টিমমেট ছিলাম এবং এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। সাকিবের সঙ্গে আমার কোনও ঝামেলার খবর মিথ্যা। আমার কাছে মনে হয়েছে, এই ব্যাপারটা ক্ল্যারিফাই করা দরকার। এজন্য ভিডিওটা পোস্ট করেছি।’

ভিডিও পোস্ট করার আগে রবিবার মিরপুর একাডেমিতে বোলিং অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মাহমুদউল্লাহ। সেখানেও জানান, টিমমেটদের সঙ্গে তার কোনও গণ্ডগোল নেই, ‘আমার মনে হয় এসব নিয়ে কথা না বলাই ভালো। কিছু কিছু খবর সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। আমি শুধু বলতে চাই, কোনও টিমমেটের সঙ্গে আমার গণ্ডগোল নেই।’

ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘আমরা সবাই খুব ভালো বন্ধু। আপনারা চাইলে ড্রেসিংরুমে এসে দেখতে পারেন, আমরা কীভাবে একজন আরেকজনের সঙ্গে কথা বলি, কত মজা করি, কত ভালো সময় কাটাই।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!