X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শ্রীশান্তের আজীবন নিষেধাজ্ঞার শাস্তি কমে ৭ বছর

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৯, ১৯:০৪আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৯:০৪

২০১১ সালে সবশেষ ভারতের জার্সিতে খেলেছেন শ্রীশান্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্পট ফিক্সিং করার শাস্তি হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজীবনের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল এস শ্রীশান্তকে। ইতিমধ্যে ৬ বছর শাস্তি ভোগ করা এই পেসার পেলেন খুশির খবর। আজ (মঙ্গলবার) বিসিসিআইয়ের ন্যায়পাল তার আজীবনের শাস্তি কমিয়ে ৭ বছরে নামিয়ে এনেছেন। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে আবার ক্রিকেটে ফিরতে পারবেন শ্রীশান্ত।

২০১৩ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার সময় স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে শ্রীশান্তের বিরুদ্ধে। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বছরের ১৩ সেপ্টেম্বর থেকে তাকে আজীবনের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিসিআই। তবে চলতি বছরের মার্চে ভারতের সুপ্রিম কোর্ট শ্রীশান্তের শাস্তির বিষয়টি পুনর্বিবেচনার আদেশ দেন বিসিসিআইকে।

তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যায়পাল ডিকে জেইন আজীবনের নিষেধাজ্ঞার শাস্তি কমিয়ে ৭ বছর করে দিয়েছেন। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর থেকে আবার মাঠে ফিরতে পারবেন ৩৬ বছর বয়সী শ্রীশান্ত। পাঁচ মাস আগে দেওয়া সুপ্রিম কোর্টের আদেশের পর বিসিসিআই কমিয়ে আনলো শ্রীশান্তের শাস্তির মেয়াদ।

সবদিক বিচার-বিশ্লেষণ করে জেইনের নির্দেশ, ‘বিসিসিআইয়ের অনুমোদিত যে কোনও ক্রিকেট কার্যক্রম কিংবা সংশ্লিষ্ট বিষয়ে শ্রীশান্তের নিষেধাজ্ঞার শাস্তি ৭ বছর, যা ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর করেছিল বিসিসিআইয়ের তখনকার ডিসিপ্লিনারি কমিটি। শ্রীশান্ত এখন ৩০-এর শেষের দিকে, পেসার হিসেবে তিনি তার সেরা সময় অনেকটাই শেষ করে ফেলেছেন।’

২০১৩ সালে সবশেষ আইপিএল খেলেছেন শ্রীশান্ত। ভারতের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন তিনি আরও দুই বছর আগে। দেশের হয়ে ২৭ টেস্টে এই পেসারের শিকার ৮৭ উইকেট। ৫৩ ওয়ানডেতে উইকেট সংখ্যা ৭৫, আর ১০ টি-টোয়েন্টিতে পেয়েছেন ৭ উইকেট। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ