X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লিভারপুলে সুখে আছেন সালাহ

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০১৯, ২০:১০আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২০:১০

মোহাম্মদ সালাহ রোমা থেকে লিভারপুলে পা রেখেই দুর্দান্ত পারফর্ম করেন মোহাম্মদ সালাহ। মিশরীয় ফরোয়ার্ড ক্লাবটির সঙ্গে গত বছর লম্বা সময়ের জন্য নতুন চুক্তি করেন। ইতিহাদ স্টেডিয়ামে পার হয়ে গেলো দুই বছরেরও বেশি সময়। এখনই নতুন কোনও চ্যালেঞ্জ নেওয়ার দরকার মনে করছেন না তিনি, কারণ সুখেই আছেন লিভারপুলে।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে এসে গোলের রেকর্ড ভেঙেছেন সালাহ। প্রথম মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় করেন ৪৪ গোল। কিন্তু গতবার গোলপোস্টের সামনে খুব একটা জ্বলে উঠতে পারেননি। তারপরও লিভারপুলকে রানার্স আপ করানোর পথে জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট।

প্রিমিয়ার লিগে অভিষেকেই রেকর্ড ৩২ গোল করেন সালাহ। চ্যাম্পিয়নস লিগেও করেন ১১ গোল, দল ফাইনালে উঠলেও হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। আর গত মৌসুমে লিগে করেন ২২ গোল। মাত্র ১ পয়েন্টের জন্য লিগ চ্যাম্পিয়ন হতে না পারলেও ইউরোপের দুটি সেরা ট্রফি চ্যাম্পিয়নস লিগ ও সুপার কাপ জিতেছেন।

শীর্ষ দুটি সাফল্য পাওয়ার পরও লিভারপুলের জার্সিতে কমেনি সালাহর ক্ষুধা। নতুন কোনও ক্লাবের সঙ্গে নতুন চ্যালেঞ্জের পরিকল্পনা শিগগিরই নিচ্ছেন না ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।

সিএনএনকে সালাহ বলেছেন, ‘আমি লিভারপুলে সুখে আছি। এই শহরে এসে আমি সুখী- আমি ভক্তদের ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসি। এই ক্লাবে আমি সুখী।’

নতুন মৌসুমের শুরুতেই উয়েফা সুপার কাপের পদক গলায় ঝুলিয়েছেন। সামনে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মনে করেন সালাহ। প্রিমিয়ার লিগে প্রথমবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ব্যবহার নিয়েও কথা বলেছেন তিনি। এই প্রযুক্তির ভক্ত নন বলে জানালেন সালাহ, ‘আমি এটাকে পছন্দ করি না, এটাই আমার সবসময়ের উত্তর। আমি ফুটবলকে যেভাবে ভালোবাসি, সেটা হলো- রেফারির ভুল থাকবে, মাঝেমধ্যে খেলোয়াড়দের আগ্রাসী ভাবও। এসবই তো ফুটবলকে আরও রোমাঞ্চকর করে তোলে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ