X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কারস্টেনকে ছাঁটাই, বেঙ্গালুরুর কোচ ক্যাটিচ

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০১৯, ১৭:০৪আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১৭:০৪

সাইমন ক্যাটিচ শুক্রবার ফ্র্যাঞ্চাইজির সাপোর্ট স্টাফে বড় ধরনের বদলের ঘোষণা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ হয়েছেন প্রধান কোচ, ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব নেবেন মাইক হেসন।

তিনবারের ফাইনালিস্ট বেঙ্গালুরু গত আইপিএল শেষ করেছে সবার পরে থেকে। তারই মাশুল দিয়ে চাকরি হারালেন ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেন ও বোলিং কোচ আশীষ নেহরা।

নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ড্যানিয়েল ভেট্টরির উত্তরসূরি হয়ে বেঙ্গালুরুর দায়িত্ব নেন কারস্টেন। কিন্তু এক বছর পরই চাকরি হারাতে হলো দক্ষিণ আফ্রিকান কোচকে। এর আগে দিল্লি ডেয়ারডেভিলসের (এখন ক্যাপিটালস) সঙ্গে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে দুই বছর শেষেই ২০১৫ সালে ছাঁটাই হন তিনি। আর নেহরা ২০১৭ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার কোচিংয়ে যুক্ত হন।

বিরাট কোহলির নেতৃত্বে গত আইপিএলে ১৪ ম্যাচের ৮টি হেরেছিল বেঙ্গালুরু। ২০০৯, ২০১১ ও ২০১৬ সালের রানার্সআপদের এই পারফরম্যান্স হতাশ করেছে পুরো ফ্র্যাঞ্চাইজিকে। নতুন সাপোর্ট স্টাফদের ওপর আস্থা রেখে ক্লাবটির সভাপতি সঞ্জীব চুরিওয়ালা বলেছেন, ‘আমাদের বিশ্বাস- শক্তিশালী দল গড়ায় মাইকের অভিজ্ঞতা অনেক বেশি, তার সঙ্গে সিমনের শক্তিশালী ক্রিকেট অভিজ্ঞতা আমাদের জয়ের সংস্কৃতি ফিরিয়ে আনতে সহায়তা করবে।’

সম্প্রতি ক্যাটিচ দ্য হান্ড্রেডের ক্লাব ম্যানচেস্টার অরিজিনালসের কোচ হয়েছেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের টানা দুটি শিরোপা জিতেছেন এই কোচ। এছাড়া ২০১৬ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ছিলেন তিনি। গত আসরের পর তাকে ছেড়ে দেয় কলকাতা। গত বছর কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান কোচ ছিলেন হেসন। টুর্নামেন্ট শেষে তার সঙ্গেও চুক্তি বাতিল করে দলটি। এরপর ভারতের কোচ হওয়ার লড়াইয়ে যোগ দেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ