X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শেষই হয়ে গেল অ্যান্ডারসনের অ্যাশেজ

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৯, ২০:১৭আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ২০:১৭

জেমস অ্যান্ডারসন ফিটনেস পরীক্ষায় ভালোভাবেই উতরে গিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় একাদশের হয়ে ২০ ওভার বোলিং করে অ্যাশেজের চতুর্থ টেস্টে ফেরার পথ তৈরি করেছিলেন তিনি। কিন্তু আবারও চোট হানা দেওয়ায় এখন অ্যাশেজই শেষ হয়ে গেল এই পেসারের।

চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যানচেস্টারের চতুর্থ টেস্ট তো বটেই, ওভালের শেষ টেস্টেও খেলা হবে না অ্যান্ডারসনের। তার হতাশার বিপরীতে আনন্দের ঝিলিক ছড়িয়েছে ক্রেগ ওভারটনের চোখেমুখে। সমারসেটের এই পেসার সুযোগ পেয়েছেন ম্যানচেস্টার টেস্টের স্কোয়াডে। হেডিংলিতে জয় পাওয়া দলটির সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

গত কয়েক সপ্তাহ ধরে চোট লেগেই আছে অ্যান্ডারসনের। অ্যাশেজ শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তার। অ্যাশেজের প্রথম টেস্টে একাদশে থাকলেও মাত্র ৪ ওভার বল করে মাঠ ছাড়তে হয়েছিল কাফ ইনজুরিতে। ল্যাঙ্কাশায়ার দ্বিতীয় একাদশের হয়ে ২০ ওভার বল করে ফিটনেস পরীক্ষায় উতরে গেলেও আবারও কাফ সমস্যায় শেষ হয়ে গেছে এবারের অ্যাশেজ।

সুযোগ পেয়েছেন ক্রেগ ওভারটন ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারির ছিটকে যাওয়ায় বিপরীতে ২০১৮ সালের মার্চের পর আবারও ইংল্যান্ডের টেস্ট দলের দরজার খুলে গেছে ওভারটনের। মাত্র ৩ টেস্ট খেলা এই পেসার সবশেষ অকল্যান্ডে খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে।

অ্যাশেজের তিন টেস্ট শেষে সিরিজে এখন রয়েছে ১-১ সমতা। বেন স্টোকস বীরত্বে হেডিংলির আগের টেস্টেই ইংল্যান্ড সমতা ফিরিয়েছে। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ম্যানচেস্টার টেস্ট দিয়ে দুই দলের সামনেই এগিয়ে যাওয়ার সুযোগ। ডেইলি মেইল

অ্যাশেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড স্কোয়াড:

জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, স্যাম কারান, জো ডিনলি, জ্যাক লিচ, ক্রেগ ওভার্টন, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস