X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানের স্পিন আক্রমণে ‘শঙ্কিত’ বাংলাদেশ কোচ (ভিডিও)

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৬


আফগানিস্তানের স্পিন আক্রমণ বিশ্বমানের। বিশেষ করে, সীমিত ওভারের ক্রিকেটে তাদের স্পিনারদের সাফল্য বিস্ময়কর। যদিও টেস্ট ক্রিকেটে আফগান স্পিনারদের সাফল্যের গ্রাফ খুব একটা সুবিধার নয়। এরপরও বাংলাদেশর প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সফরকারী স্পিনারদের হুমকি হিসেবে দেখছেন।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের নতুন কোচ। ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের এই ভেন্যুতে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট।

ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলেছে আফগানিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় টেস্টে মাঠে নামবে রশিদ খানরা। দলটি নতুন হলেও বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া থাকবে বলে মনে করেন ডোমিঙ্গো, ‘আফগানিস্তান মাত্র টেস্ট জার্নি শুরু করেছে, অবশ্যই তারা জয়ের জন্য মরিয়া থাকবে। এই কন্ডিশন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা ইংল্যান্ডকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিলেও তাদের (আফগানিস্তান) সাহায্য করবে। আমি নিশ্চিত, স্পিন আক্রমণ দিয়ে তারা আমাদের অবাক করা পারফরম্যান্স উপহার দেবে।’

এজন্যই রশিদ খানদের হুমকি হিসেবে দেখছেন ডোমিঙ্গো, ‘ওদের স্পিন আক্রমণ আমাদের জন্য হুমকি। আমরা জানি সীমিত ওভারের ক্রিকেট তাদের বোলিং আক্রমণ কতটা ভয়ঙ্কর। তবে এটা ভিন্ন ফরম্যাট, তারপরও আগামী কয়েকটা দিন তাদের স্পিন আক্রমণ হুমকি হয়ে উঠতে পারে ব্যাটসম্যানদের জন্য।’

বিপিএল খেলায় বাংলাদেশের উইকেট সম্পর্কে বেশ ভালো ধারণা আছে রশিদ খান-মোহাম্মদ নবীদের। এই সুযোগটা নিশ্চিতভাবেই কাজে লাগানোর চেষ্টা করবেন ‍দুই স্পিনার। যদিও বাংলাদেশের নতুন কোচ তাদের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ব্যাটসম্যানদের দীক্ষা দেওয়ার চেষ্টা করেছেন।

এ প্রসঙ্গে ডোমিঙ্গো বলেছেন, ‘আফগানিস্তানের বেশ কিছু খেলোয়াড়ের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। যে কারণে তারা কন্ডিশন সম্পর্কে বেশ ভালো করেই জানে। বিশেষ করে, রশিদ ও নবী চমৎকার বোলার। বিপিএলে তাদের বোলিংয়ের কিছু ভিডিও ফুটেজ দেখেছি। যদিও এটা ভিন্ন ফরম্যাটের খেলা, এরপরও আমরা তাদের বিপক্ষে যথেষ্ট ভালো প্রস্তুতি নিয়েছি।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের ব্যাটসম্যানদের তাদের দেখেশুনে ধৈর্য নিয়ে মোকাবিলা করতে হবে। আমরা জানি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু গত দুই সপ্তাহ আমরা এই চ্যালেঞ্জ জেতার জন্যই প্রস্তুতি নিচ্ছি। ছেলেরা তাদের সেরাটা দিতে মুখিয়ে আছে। আমরা আত্মবিশ্বাসী তাদের আক্রমণ ঠেকিয়ে দেওয়ার ব্যাপারে।’

মুশফিকের কিপিং অনুশীলনে নিজেই ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো গত কয়েক সপ্তাহের প্রস্তুতিতে সন্তুষ্ট ডোমিঙ্গো, ‘গত দুই সপ্তাহ ধরে ছেলেরা অবিশ্বাস্য পরিশ্রম করছে। আমি সত্যিই খুব খুশি তাদের কর্মক্ষমতা ও আত্মনিবেদন দেখে। ধৈর্য ধরে প্রক্রিয়ার দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। আফগানিস্তানের ওপর চাপ প্রয়োগ করতে হবে। এটা করতে পারলে ম্যাচটি আমাদের দিকেই থাকবে।’

স্টিভ রোডস অধ্যায় শেষে ডোমিঙ্গোর মিশন শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে। এই ম্যাচে অবশ্য পর্যবেক্ষকের ভূমিকাতেই থাকতে চান দক্ষিণ আফ্রিকান কোচ, ‘আমার কোচিংয়ে এটা প্রথম টেস্ট হতে চলছে। আমি দেখতে চাই, তারা প্রথম টেস্টে কেমন করে। সবকিছু একবারে বদলে ফেলা কঠিন। সাকিব ও নির্বাচকরা নির্দিষ্ট একটি মাধ্যমে দলকে পরিচালিত করছে। আমি তার অংশ হয়ে বেশ স্বাচ্ছন্দবোধ করছি।’

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবের প্রশংসা করতেও ভুললেন না তিনি, ‘সাকিব দীর্ঘদিন ধরেই বিশ্বসেরা অলরাউন্ডার। তার প্রতি দল ও ভক্তদের প্রত্যাশা অনেক বেশি। সে-ই প্রত্যাশার মাত্রা বাড়িয়ে দিয়েছে। সব ফরম্যাটেই সাকিবের পারফরম্যান্স অসাধারণ। আশা করি এই টেস্টেও দারুণ কিছু উপহার দেবে সাকিব।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন