X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সিলেটকে গুঁড়িয়ে দিলেন রাব্বি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৯, ২০:৪০আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৫৬

রাব্বি নেন ৬ উইকেট রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) কামরুল ইসলাম রাব্বির ক্যারিয়ারসেরা বোলিংয়ে বরিশালের বিপক্ষে অস্বস্তিতে রয়েছে সিলেট। প্রথম ইনিংসে তাদের ৮৬ রানে গুঁড়িয়ে দিতে ৬ উইকেট নেন এই পেসার। তাতে বৃষ্টিতে দেড় দিনেরও বেশি ভেসে যাওয়া এই ম্যাচ জেতার স্বপ্ন দেখতে শুরু করেছে বরিশাল।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে রাব্বির কীর্তির পর শাহরিয়ার নাফীস ও ফজলে মাহমুদের হাফসেঞ্চুরিতে বড় লিড নেয় বরিশাল। ৮ উইকেটে ২৩১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে তারা। এরপর দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৭ রান করে শনিবার তৃতীয় দিনের খেলা শেষ করে সিলেট। ৮ উইকেট হাতে রেখে ১১৮ রানে পিছিয়ে থেকে তারা শেষ দিন খেলতে নামবে।

৩ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিন খেলতে নামে সিলেট। প্রথম বলেই জাকির হাসানকে (৩২) ফেরান আগের দিন ২ উইকেট নেওয়া রাব্বি। ওই ওভারে জাকের আলীও রানের খাতা না খুলে তার শিকার। রাব্বি তার পরের ওভারে পঞ্চম উইকেট পান শাহানুর রহমানকে ফিরিয়ে। এনিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট শিকার করলেন ডানহাতি পেসার।

রাব্বির গতিতে বিপর্যস্ত সিলেট আরও ভেঙে পড়ে নুরুজ্জামানের স্পিনে। নিজের দুই ওভারে ৩ উইকেট নেন ডানহাতি অফস্পিনার। ১৭তম ওভারের প্রথম বলে রেজাউর রহমানকে আউট করে সিলেটকে গুটিয়ে দেন রাব্বি। ১৬.১ ওভারে ২৪ রান দিয়ে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেন তিনি।

বরিশালকে বড় লিড এনে দিতে অবদান রাখেন নাফীস ও অধিনায়ক ফজলে। ইনিংস সেরা ৭০ রান করেন ফজলে। আর নাফীসের ব্যাটে আসে ৬৩ রান।

সিলেটের পক্ষে ৩ উইকেট নেন রেজাউর, দুটি পান কাপালি। দ্বিতীয় ইনিংসে নেমে দ্রুত দুটি উইকেট হারিয়ে দিন শেষ করে সিলেট।

১৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন জাবিদ ও শহীদুল দ্বিতীয় স্তরের অন্য ম্যাচ হয়েছে মিরপুরে। চট্টগ্রামের ২৯০ রানের জবাবে ঢাকা মেট্রো চারটি হাফসেঞ্চুরিতে ৫৯ রানের লিড নিয়েছে। ৭ উইকেটে ৩৪৯ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে তারা।

শামসুর রহমানের ৫৫ রানের পর মাহমুদউল্লাহ ৬৩ রান করেন। জাতীয় ক্রিকেট লিগে ফিরে ব্যাটে বলে দারুণ এই অলরাউন্ডার। প্রথম ইনিংসে নেন ৩ উইকেট, আর ব্যাট হাতে খেলেন ১৩৪ বলের ইনিংস, যাতে ছিল ৫ চার ও ১ ছয়। ৮১ রানে অপরাজিত জাবিদ হোসেনের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে আউট হন তিনি।

জাবিদের সঙ্গে ১৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছেড়েছেন শহীদুল ইসলাম। তিনি অপরাজিত আছেন ৮২ রানে।

এই ইনিংসে সর্বোচ্চ ৩ উইকেট নেন চট্টগ্রামের মিনহাজুল আবেদীন আফ্রিদি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন