X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গোলাপি বলে নিজেদের মাটিতেই প্রথম খেলতে চেয়েছিল ভারত

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৯, ২১:০৬আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:০৭

গোলাপি বলে কোহলির অনুশীলন গত বছর অস্ট্রেলিয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল ভারত। নইলে ২০১৮ সালেই প্রথম দিবা-রাত্রির টেস্টে অভিষেক হয়ে যায় তাদের। নিজেদের মাটিতে গোলাপি বলের প্রথম টেস্ট খেলতেই অস্ট্রেলিয়ার আমন্ত্রণে সাড়া দেয়নি বিরাট কোহলিরা।

অবশ্য অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগমুহূর্তে প্রস্তাব আসায় বিবেচনায় নেয়নি ভারত। সেবারের সফরের অ্যাডিলেড টেস্ট গোলাপি বলে আয়োজন করতে চেয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। একেবারে শেষ মুহূর্তে জানানো ও নিজেদের প্রস্তুতিতে ঘাটতি থাকাটা ভারতের ‘না’ করার পথে ছিল অন্যতম কারণ।

সেই ভারতই এবার গোলাপি বলের টেস্ট খেলার আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। অবস্থাটা গত বছরের ভারতের মতো হলেও বাংলাদেশ তাদের আমন্ত্রণে সাড়া দেয় এবং আগামীকাল থেকে শুরু হতে যাওয়া কলকাতা টেস্টে নামতে যাচ্ছে দিবা-রাত্রির টেস্টে।

দিবা-রাত্রির টেস্ট নিয়ে ম্যাচের আগের দিন ভারতীয় অধিনায়ক কোহলি বলেছেন, ‘অবশ্যই আমাদের গোলাপি বলে খেলার ইচ্ছা ছিল। অবশেষে এটা হচ্ছে। তবে একটা বড় সফরের আগে হঠাৎই সূচিতে গোলাপি বলের টেস্ট তো আমরা যোগ করতে পারি না, যখন কিনা আমরা গোলাপি বলে কোনও অনুশীলনই করিনি, এমনকি প্রথম শ্রেণির ম্যাচেও আমরা খেলিনি গোলাপি বলে।’

ঘরের মাঠে দিবা-রাত্রির টেস্টের স্বাদ নিতেই মূলত এতদিন গোলাপি বলের ম্যাচ খেলেনি ভারত। কোহলি জানিয়েছেন তেমনটাই, ‘আমরা আসলে নিজেদের মাটিতে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। যাতে বলের আচরণ কেমন হয়, সেটা ভালোভাবে বুঝতে পারি। এরপর বিশ্বের যে কোনও জায়গায় আমরা এই বলে খেলতে যেতে পারব।’

কলকাতার দিবা-রাত্রির টেস্ট খেলার বিষয়টি তাই পরিকল্পনা করেই করা হয়েছে বলে জানিয়েছেন কোহলি, ‘বিষয়টি (দিবা-রাত্রির টেস্ট) হঠাৎ আসেনি। আমরা লম্বা সময় ধরে কথা বলেছি। ‍আপনারা দেখে থাকবেন, আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় এই সিরিজের আগে গোলাপি বলে অনুশীলন করেছে।’

সঙ্গে যোগ করেছেন, “বিমানে ওঠার দুই আগে আপনি বলতে পারেন না যে, এক সপ্তাহের মধ্যে ‘গোলাপি বলে খেলতে হবে’। আমাদের কাছে বিষয়টা মোটেও যৌক্তিক মনে হয়নি। এটার জন্য অনেক প্রস্তুতির দরকার আছে। একবার এই বলে খেলার অভ্যাস হয়ে গেলে তখন আর কোনও সমস্যা হবে না।”

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
এই গরমে ক্রিকেট খেলা অমানবিক: সাকিব
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনী
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
মৌসুমের চতুর্থ হ্যাটট্রিকে রেকর্ডের কাছে রোনালদো  
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি