X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বড় জয়ে বছর শেষ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ২৩:১৯আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০১:০৫

তিন গোলে অ্যাসিস্টের পর জাল খুঁজে পান সুয়ারেস আলাভেসকে পেলেই যেন অন্যরকম হয়ে যান লুই সুয়ারেস। আজ শনিবারও ব্যতিক্রম হলো না। ন্যু ক্যাম্পে বার্সেলোনার ৪-১ গোলের সবগুলোতেই তার অবদান। লা লিগায় দুই ম্যাচ পর কাতালানদের জয়ে ফেরানোর দিন জাদু দেখান লিওনেল মেসিও।

রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে লা লিগায় টানা ড্রর পর আকাঙ্ক্ষিত জয়ে ২০১৯ সাল শেষ করলো বার্সেলোনা। আগামী ৪ জানুয়ারি এস্পানিওলের বিপক্ষে নতুন বছরের প্রথম ম্যাচ খেলবে তারা। এই জয়ে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ৩ পয়েন্ট পেছনে ফেললো রিয়ালকে (৩৬)। ব্যবধান সমান করার লক্ষ্যে রবিবার অ্যাথলেটিক বিলবাওর মুখোমুখি হবে মাদ্রিদ ক্লাব।

ম্যাচের প্রথম ১০ মিনিটে হতাশ হয়েছিল বার্সা। আর্তুরো ভিদালকে ঠেকান আলাভেস গোলকিপার ফার্নান্দো পাচেকো, অফসাইডে বাতিল হয় মেসির গোল। চার মিনিট পরই সুয়ারেসের পাস প্রতিপক্ষ ডিফেন্ডার জিমো নাভারো ঠেকাতে ব্যর্থ হলে আন্তোয়ান গ্রিয়েজমান লক্ষ্যভেদ করেন।

মেসিও জাদু দেখান উরুগুয়ান স্ট্রাইকারের অ্যাসিস্টে ভিদালের গোলে বিরতিতে বার্সার স্কোর দাঁড়ায় ২-০। বক্সে ঢোকার প্রান্তে আলাভেসের রক্ষণে বাধা পান মেসি, ডানদিকে সুয়ারেসকে খুঁজে পেয়ে বল বাড়ান। বক্সে জায়গা খুঁজে নিয়ে ভিদালকে গোল বানিয়ে দেন উরুগুয়ান তারকা।

দ্বিতীয়ার্ধে মাঠে নামার কিছুক্ষণ পর মেসি প্রতিপক্ষ রক্ষণভাগকে ফাঁকি দিয়ে গ্রিয়েজমানকে বল দেন। চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করলেও অফসাইডে ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাতে দ্বিতীয়বার জাল খুঁজে পেয়েও উদযাপন করা হয়নি বার্সার।

ম্যাচের আধঘণ্টা হওয়ার কিছুক্ষণ আগে পেরে পন্সের লক্ষ্যভেদী শটে আলাভেস একটি গোল শোধ দেয় বার্সাকে। এই গোলের পর আবার বার্সা ব্যবধান বাড়ায় মেসির চোখ ধাঁধানো গোলে। সুয়ারেসের কাছ থেকে বল নিয়ে কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে বক্সের প্রান্ত থেকে ৩-১ করেন বার্সা অধিনায়ক। ৬৯ মিনিটের এই গোলে পিচিচি ট্রফির লড়াইয়ে করিম বেনজেমাকে (১২) পেছনে ফেলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ১৩ ম্যাচে ১৩ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ী এ নিয়ে ৫০ গোলের মাইলফলকে থেকে টানা ষষ্ঠ বছর শেষ করলেন।

বার্সেলোনার চতুর্থ গোল করেন সুয়ারেস। কাছের পোস্ট থেকে তার শট প্রতিপক্ষ খেলোয়াড়ের হাতে লাগলে ভিএআরে পেনাল্টি পায় স্বাগতিকরা। আলাভেস গোলকিপারকে ডানে ঝাঁপালে তার শট বাম দিক দিয়ে জালে ঢোকে। এ নিয়ে গত ৫ ম্যাচে দলটির বিপক্ষে ১১ গোলে (৫ গোল ও ৬ অ্যাসিস্ট) অবদান রাখলেন উরুগুয়ান স্ট্রাইকার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
খোলা ভোজ্যতেলে মিলছে না ভিটামিন ‘এ’, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল
বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
রিমান্ড শেষে কারাগারে ‘কেএনএফের’ ১৩ সদস্য, আরেক নারী গ্রেফতার
শুরু হচ্ছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন
শুরু হচ্ছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার