X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিলানই বেছে নিলেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৯

এসি মিলানের জার্সিতে ইব্রাহিমোভিচ সব জল্পনা-কল্পনার অবসান। ইউরোপিয়ান ফুটবলে ফিরলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। অনেক ক্লাবের নাম শোনা গেলেও ৩৮ বছর বয়সী স্ট্রাইকার বেছে নিলেন এসি মিলান। সাবেক ক্লাবে নতুন অভিযানে থাকবেন চলতি মৌসুমের শেষ পর্যন্ত।

শুক্রবার নিজেই মিলানে ফেরার ঘোষণা দিয়েছেন ইব্রাহিমোভিচ। আপাতত ছয় মাসের জন্য এলেও চুক্তি বাড়ানোর ‘অপশন’ রয়েছে। আট বছর পর ফিরলেন ইতালিয়ান ক্লাবটিতে। ২০১১ সালে বার্সেলোনা থেকে শুরুতে ধারে এক মৌসুম খেলার জন্য গেলেও পরে আরও এক মৌসুম স্থায়ী চুক্তিতে মিলানে ছিলেন সুইডিশ স্ট্রাইকার। ২০১২ সালে মিলান ক্যারিয়ার শেষ করে পাড়ি দেন প্যারিস সেন্ত জার্মেইয়ে।

এবার লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শেষ করে আবার ফিরলেন ইতালিয়ান ক্লাবে। সাবেক ক্লাবে ফিরতে পেরে উচ্ছ্বসিত ইব্রা, ‘আমি এমন একটি ক্লাব ফিরলাম, যেটাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। মিলান শহরটাও আমার খুব পছন্দের। এই মৌসুমে দলের গতিপথ বদলাতে আমি আমার সতীর্থদের সঙ্গে লড়াই করব। আর এটা করার জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দেবো।’

তার মিলানে যোগ দেওয়ার মাধ্যমে এতদিন ধরে চলা গুঞ্জনের ইতি ঘটলো। মেজর লিগ সকার (এমএলএস) অধ্যায় শেষ করার আগে থেকেই ইউরোপিয়ান ফুটবলে ফেরার জল্পনা শুরু হয় তার। শুরুটা হয়েছিল এসি মিলানে ফেরার ‍আলোচনা দিয়েই। এরপর জোসে মরিনিয়ো টটেনহামের কোচ হওয়ায় ইংল্যান্ডে ফেরার গুঞ্জনের পালেও হাওয়া লাগে। সেটা শেষ হতে না হতেই এভারটনের নাম জড়িয়ে যায়। কার্লো আনচেলত্তি ইংলিশ ক্লাবটির কোচ হওয়ায় সম্ভাবনা তৈরি হয়। কেননা ইতালিয়ান কোচের অধীনে পিএসজিতে খেলেছিলেন ইব্রা।

যদিও ৩৮ বছর বয়সী তারকা বেছে নিয়েছেন মিলানকে। এমএলএসে গোলের বৃষ্টি ঝরিয়ে এবার ইতালিয়ান ক্লাবকে টেনে তোলার মিশনে। এই মুহূর্তে সিরি ‘এ’তে ১৭ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে মিলানের ক্লাবটি।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন