X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লায়নকে খেপিয়ে তুলেছেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৯, ২২:১৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৩

ওয়ার্নের পরামর্শ ভালো লাগেনি লায়নের শেন ওয়ার্নের ওপরে ভীষণ ক্ষুব্ধ নাথান লায়ন। ওয়ার্ন বলেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে লায়নকে বিশ্রাম দিয়ে লেগস্পিনার মিচেল সোয়েপসনকে খেলানো হোক। পরামর্শটা ভালো লাগেনি অফস্পিনার লায়নের। তার প্রশ্ন, স্টুয়ার্ট ম্যাকগিলকে সুযোগ করে দিতে ওয়ার্ন কি কখনও বিশ্রাম নিয়েছেন?

বড় ভুল সময়ে জন্ম ম্যাকগিলের। ওয়ার্নের কাছাকাছি বয়স, তার ওপর ওয়ার্নের মতোই লেগস্পিনার, তাই বেশি খেলার সুযোগ পাননি। ৪৪ টেস্টে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করে উইকেট পেয়েছেন ২০৮টি। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নিয়ে ওয়ার্ন অবশ্য ম্যাকগিলের চেয়ে বহু এগিয়ে।

প্রথম দুই টেস্ট জিতে এরই মধ্যে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ৩ জানুয়ারি সিডনিতে শুরু শেষ টেস্ট। এই ম্যাচে লায়নের বদলে সোয়েপসনকে একাদশে রাখার পরামর্শ দিয়ে ওয়ার্ন বলেছেন, ‘মিচেল সোয়েপসনকে সুযোগ দিলে এর (আন্তর্জাতিক ক্রিকেটের) ঝাঁঝ বুঝতে পারবে। আমি মনে করি এতে দীর্ঘ মেয়াদে লাভই হবে আমাদের।’

তবে ওয়ার্নের প্রস্তাব ভালো লাগেনি লায়নের। কিইউদের বিপক্ষে প্রথম দুই টেস্টে ১০ উইকেট নেওয়া এই অফস্পিনারের মন্তব্য, “ওয়ার্নি (ওয়ার্ন) কি কখনও বিশ্রাম নিয়ে স্টুয়ার্ট ম্যাকগিলকে খেলার সুযোগ করে দিয়েছেন? আমি বিশ্রাম নেবো না। এমন কোনও অস্ট্রেলীয় ক্রিকেটারকে দেখিনি যে বিশ্রাম নিতে চায়। আমি তো কল্পনাও করতে পারি না মিচ স্টার্ক, প্যাট (কামিন্স) বা প্যাটো (জেমস প্যাটিনসন) হাত তুলে বলবে, ‘আমার বিশ্রাম দরকার।”

২০১৭ সালে বাংলাদেশ ও ভারত সফরে দলে থাকলেও কোনও ম্যাচে সুযোগ পাননি সোয়েপসন। তবে এ মৌসুমে বেশ ভালো ফর্মে আছেন তিনি, শেফিল্ড শিল্ডে ৬ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। স্পিন সহায়ক সিডনিতে তার খেলার সম্ভাবনা উজ্জ্বল। ২৬ বছর বয়সী লেগস্পিনারকে দলে স্বাগত জানাচ্ছেন লায়নও। তবে সোয়েপসনকে সঙ্গে নিয়েই সিডনিতে খেলতে চান, ‘মিচ কুইন্সল্যান্ডের হয়ে দারুণ বল করছে। আমি তার বিরাট ভক্ত। সে একাদশে সুযোগ পেলে খুব খুশি হবো। আশা করি আমাদের কম্বিনেশনটা খুব ভালো হবে।’ 

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ