X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তামিম-লিটনের রেকর্ড জুটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২০, ২১:২৯আপডেট : ০৬ মার্চ ২০২০, ২১:২৯

তামিম-লিটনের রেকর্ড জুটি একে অন্যের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট করেছেন। স্কোরবোর্ডও তাতে ফুলেফেঁপে উঠেছে। অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে নতুন এক রেকর্ডও লিখে ফেলেছেন তামিম ইকবাল-লিটন দাস জুটি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ওপেনিং তো বটেই, যেকোনও উইকেটে সর্বোচ্চ রানের জুটি এখন তাদেরই অধিকারে।

লিটন দাসের প্রথম ও দ্বিতীয় সেঞ্চুরির মাঝে পার্থক্য ছিল ১৫ ম্যাচের। তার তৃতীয় সেঞ্চুরিটি এসেছে এক ম্যাচের ব্যবধানেই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের পর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শতক পূরণ করে খেলেছেন দেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস। শেষদিকে আউট হওয়ার আগে খেলেছেন ১৭৬ রানের ঝড়ো ইনিংস।

তিনি প্যাভিলিয়নে ফেরার আগে তামিমের সঙ্গে গড়ে যান ২৯২ রানের জুটি। এটাই এখন ওয়ানডেতে বাংলাদেশের যেকোনও উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আগের সর্বোচ্চ জুটি ছিল সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে  তারা গড়েছিলেন ২২৪ রানের জুটি।

স্বাভাবিকভাবেই উদ্বোধনী জুটির ‍রেকর্ডটাও নতুন করে লিখেছেন তামিম-লিটন। ওপেনিং জুটিতে আগের সর্বোচ্চ রেকর্ড এতদিন ছিল শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেনের। ১৯৯৯ সালে এই জিম্বাবুয়ের বিপক্ষেই তাদের গড়া ১৭০ রানের ওপেনিং জুটি ২১ বছর পর ভাঙলেন তামিম ও লিটন। তাদের ২৯২ রানের ওপেনিং জুটি সব মিলিয়েই ওয়ানডেতে তৃতীয় সেরা।

লিটনের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছেন তামিম। বাঁহাতি ওপেনার পেয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। আগের ম্যাচেই তিনি খেলেছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস, যেটি ছিল আবার ওয়ানডেতে দেশেরও সর্বোচ্চ। কিন্তু এক ম্যাচ পরই সেটি হাতছাড়া হয়ে গেলো তার ওপেনিং পার্টনার লিটনের কাছে।

তামিমকে আউটই করতে পারেননি জিম্বাবুইয়ান বোলাররা। ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূরণ করে ৩০ বছর বয়সী ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১২৮ রানে।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন