X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনার প্রভাবে ঢাকায় ফিরছে ঢাকা লিগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ২০:৩৫আপডেট : ১১ মার্চ ২০২০, ২০:৪৩

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ঢাকাতেই আয়োজনের কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান ঢাকার বাইরে চট্টগ্রাম ও কক্সবাজারে আগামী ১৫ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে ঢাকা লিগ ঢাকার বাইরে থেকে ঢাকায় ফিরছে। তবে ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হলেও যথাসময়ে লিগ মাঠে গড়াবে কি না সেটি নিয়ে সংশয় থেকেই গেছে। গ্রাউন্ডস কমিটির সঙ্গে সিসিডিএমের সভা শেষেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে লিগ আয়োজকরা।প্রথমবারের মতো কক্সবাজারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। এবারের আসরের প্রথম তিনটি রাউন্ড চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে ম্যাচগুলো ফতুল্লা, মিরপুর ও বিকেএসপিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। তবে এখনও নতুন করে সূচি ঘোষণা করেনি সিসিডিএম।

মুজিব হ্যান্ড্রেড টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে বিসিবি। তবে কি ঢাকা লিগের ভাগ্যে এমন কিছু অপেক্ষা করছে? না, বিসিবি সভাপতি নাজমুল হাসান বললেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগে দর্শক না থাকলে সমস্যা নেই।  আমরা চেষ্টা করবো কোথাও যেন বড় জমায়েত না হয়। লিগ বাতিল হওয়ার কোনও সুযোগ নেই।’

ঢাকায় লিগ ফেরা নিয়ে বিসিবি সভাপতি কোনও সিদ্ধান্ত দিতে না পারলেও সিসিডিএমের সমন্বয়ক আমিন খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা লিগ ঢাকায় আয়োজন করবো। ভালো মানের উইকেটের জন্য আমরা লিগ ঢাকার বাইরে আয়োজন করতে চাচ্ছিলাম। এখন যেহেতু মাঠ ফাঁকা আছে তাই ঢাকায় লিগ ফিরবে। তবে কবে শুরু করবো তা নিয়ে একটু আলোচনা হচ্ছে। বিকেএসপি, মিরপুর ও ফতুল্লায় আমাদের মাঠ দেওয়ার কথা ২৭ মার্চ। কিন্তু হঠাৎ করেই আমরা এখন মাঠ চাচ্ছি। এখন আমাদের গ্রাউন্স কমিটির সঙ্গে মিটিং করতে হবে। তারা মাঠ দেওয়া মাত্রই আমরা লিগ আয়োজন করতে পারবো। লিগ পিছিয়ে যাবে কি না, এই মুহূর্তে বলা মুশকিল।’

 

 

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা