X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৬, ২৩:১৭আপডেট : ০৮ মার্চ ২০১৬, ০০:০৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ আজ মঙ্গলবার থেকে প্রাথমিক রাউন্ডের ম্যাচ দিয়ে ভারতের নাগপুরে পর্দা উঠবে ষষ্ঠ টি২০ বিশ্বকাপের আসরের। নাগপুরে হংকং-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ টি-টোয়েন্টি ক্রিকেটের বাছাইপর্বের খেলা। নাগপুরে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় মুখোমুখি হবে হংকং ও জিম্বাবুয়ে। একই ভেন্যুতে রাত আটটায় মুখোমুখি হবে আফগানিস্তান ও স্কটল্যান্ড।

উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে ভারতের নাগপুরে পৌছে গেছে হংকং ও জিম্বাবুয়ে। কঠোর অনুশীলও করেছে তারা। জিম্বাবুয়ে দলকে অভিজ্ঞ মানলেও তাদের দুর্বলতা কাজে লাগিয়ে জিততে চায় হংকং। এদিকে বাছাই পর্বের বাধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়াই জিম্বাবুয়ের মূল লক্ষ্য। নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া অসম্ভব নয় বলে মনে করে জিম্বাবুয়ে।

মূল পর্বের সুপার টেনের লড়াই অবশ্য শুরু ১৫ মার্চ থেকে। তার আগে প্রাথমিক রাউন্ডের লড়াই। দুটি গ্রুপ থেকে সেরা দুটি দল যোগ দেবে সুপার টেন পর্বে। এই পর্বে দুই গ্রুপে অপেক্ষা করছে র‌্যাংকিংয়ে সেরা আটে থাকা আটটি দল। গ্রুপ ওয়ানে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। আর গ্রুপ টু'তে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান।
প্রাথমিক রাউন্ডে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। এ গ্রুপে রয়েছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান। বি গ্রুপে রয়েছে আফগানিস্তান, হংকং, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে। উভয় গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল যোগ দেব সুপার টেনের আটটি দলের সঙ্গে।

মঙ্গলবার থেকে পর্দা উঠলেও মাশরাফিদের মিশন শুরু হবে আগামী বুধবার থেকে। এ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে তিনটায়। দুইদিন পর প্রতিপক্ষ আয়ারল্যান্ড, এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। ১৩ মার্চ ওমানের সঙ্গে শেষ ম্যাচটাও হবে রাত আটটাতে। সবগুলো ম্যাচই হবে হিমাচল প্রদেশের ধর্মশালাতে।

মূল পর্বে খেলতে হলে এ গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। চ্যাম্পিয়ন হতে পারলে সুপার টেনের প্রথম ম্যাচে আগামী ১৬ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ২১ মার্চ দ্বিতীয় ম্যাচ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দুইদিন পর ভারতের সঙ্গে ম্যাচটি বেঙ্গালুরুতেই। বি গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২৬ মার্চ ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনে। টুর্নামেন্টের ফাইনাল হবে তিন এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী