Vision  ad on bangla Tribune

বিজিএমইএ ফুটবল কাপের দ্বিতীয় রাউন্ড শুরু বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৮:৪৬, মার্চ ২৩, ২০১৬

pic 1বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত বিজিএমইএ কাপ-২০১৬ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শুরু হবে আগামী কাল বৃহস্পতিবার। 

এ আসরে খেলছে মোট ১২টি দল। লিও এন্টারটেইনমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্টের সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের এস্ট্রো টার্ফ গ্রাউন্ডে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলা ১২টি দল হচ্ছে- অনন্ত গার্মেন্টস, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, ব্যান্ডো ডিজাইন, কমফিট কম্পোজিট নিট, এনভয় গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, ইন্টারস্টফ গ্রুপ, রায়ন টেক্স গ্রুপ, তামান্না অ্যাপারেলস গ্রুপ, স্টার্লিং গ্রুপ, ভার্সেটাইল গ্রুপ এবং টর্ক ফ্যাশন্স।

গ্রুপ পর্বের প্রথম তিন খেলার পর গ্রুপ-এ তে শীর্ষস্থানে রয়েছে অ্যাপারেল ইন্ডাস্ট্রি। আর তাদের পরেই রয়েছে এনভয় গ্রুপ। অন্যদিকে গ্রুপ-বি তে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে কমফিট কম্পোজিট নিট। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্যান্ডো ডিজাইন।

টুর্নামেন্টের স্পন্সর হচ্ছে ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সেইলর, অ্যামেজ পাওয়ার, রাইজিং গ্রুপ, সিবিএল মানছি, নুপামি ট্রেডিং, বিবিএস কেবলস, কাবাব ফ্যাক্টরি এবং অমিয় জুস ।আগামী ১ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল ‍আহমেদ।

/এমআর/

ULAB

লাইভ

টপ