behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

রেটিংয়ে বাংলাদেশের অবনতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৯:৩৯, এপ্রিল ০৪, ২০১৬

রেটিংয়ে বাংলাদেশের অবনতিওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ফাইনাল দিয়ে গতকাল পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ আসর। ভারতের অনুষ্ঠিত এই আসরে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে ইংল্যান্ড।

আসর শেষে নতুন করে টি-টোয়েন্টি র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে সেমিফাইনালিস্ট ভারত শীর্ষস্থান ধরে রেখেছে। নিজেদের অবস্থান ধরে রেখেছে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড। রানার্স আপ হওয়া ইংল্যান্ডের ভালোই উন্নতি হয়েছে। সাত নম্বর থেকে তারা চার নম্বরে উঠে এসেছে।

টি-টোয়েন্টিতে ৭৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। র‌্যাংকিংয়ে বাংলাদেশের তখন অবস্থান ছিল দশে। বিশ্বকাপ শেষে বাংলাদেশের অবস্থান ঠিক থাকলেও রেটিং কমেছে। বাংলাদেশের রেটিং এখন ৭৪।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিং:

দলের  অবস্থান             রেটিং

১. ভারত                        ১২৬

২. ওয়েস্ট ইন্ডিজ            ১২৫

৩. নিউজিল্যান্ড            ১২০

৪. ইংল্যান্ড                    ১১৫

৫. দক্ষিণ আফ্রিকা           ১১৫

৬. অস্ট্রেলিয়া               ১১২

৭. পাকিস্তান                    ১০৭

৮. শ্রীলঙ্কা                       ১০৫

৯. আফগানিস্তান ৮১

১০. বাংলাদেশ ৭৪

/এমআর/

ULAB
Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ