X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সাকিব-মাহমুদউল্লাহর ‘এক ঘণ্টার পরীক্ষা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৯

মাহমুদউল্লাহ হায়দরাবাদ টেস্টের শেষ দিন সোমবার। একমাত্র টেস্টে ভারতের জয়ের জন্য প্রয়োজন ৭ উইকেট। আর বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন পাহাড়সম ৩৬৫ রানের। যদিও বাংলাদেশের লক্ষ্যটা কি, সেটা স্পষ্ট হয়নি চতুর্থ দিনের সংবাদ সম্মেলনে।

তবে এতটুকু বোঝা গেছে, জয় না পেলেও হার এড়াতে চায় টাইগাররা। সেক্ষেত্রে বাংলাদেশকে হার এড়াতে হলে ‘এক ঘণ্টার পরীক্ষায়’ বসতে হবে। আর সেই পরীক্ষার প্রথম দুই ছাত্র সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা এই ‘এক ঘণ্টার পরীক্ষা’য় উতরে যেতে পারলেই কেবল হারটা এড়াতে পারবে বাংলাদেশ! ঠিক এমনটাই মনে করছেন বাংলাদেশের ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা।

ম্যাচ বাঁচাতে এখন ব্যাটিংই শেষ ভরসা। আর এজন্যই বাংলাদেশের শেষদিনের শেষদিনের লক্ষ্যের কথা জানাতে এসেছিলেন সাবেক লঙ্কান ব্যাটসম্যান, ‘আমাদের প্রথম এক ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। তিন উইকেট চলে গেছে। এখন যারা আছে, তাদের দায়িত্ব নিতে হবে।’

চতুর্থ দিন শেষে সাকিব ও মাহমুদউল্লাহ মিলে চতুর্থ উইকেটে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। সোমবার সকালে তাদের কাঁধেই দলের এগিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে মনে করেন সামারাবীরা, ‘আমাদের প্রথম এক ঘণ্টাই সংগ্রাম করতে হবে। পুরো ৬ ঘণ্টা নয়। সাকিব এবং মাহমুদউল্লাহ প্রথম ঘণ্টা পার করতে পারলেই বাকিসময়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে।   প্রথম সেশনটা ঠিকভাবে পেরোতে পারলে পরবর্তীতে ছেলেরা নিজেদের স্বাভাবিক খেলাই খেলতে পারবে।’

যদিও সামারাবীরা কোনও একজনের উপর দায়িত্ব তুলে দিতে নারাজ। সবাইকেই একটু একটু করে অবদান রাখতে হবে বললেন তিনি, ‘আমাদের হাতে এখনও চারজন ব্যাটসম্যান রয়েছে। প্রথম ঘণ্টা পার হওয়ার পর গ্রুপ অনুযায়ী ৬০ থেকে ৭০ রানের ছোট ছোট জুটি গড়াটাই লক্ষ্য হওয়া উচিত আমাদের।’

দলের পরিস্থিতি অনুযায়ী না খেলায় সাকিবকে নিয়ে বেশকিছুদিন ধরেই সমালোচনা হচ্ছে। সাকিব অবশ্য এগুলো নিয়ে ভাবছেন না। শনিবার তৃতীয় দিন শেষে তিনি জানান, ‘ব্যাটিংয়ের ধরন কোনোভাবেই তিনি পরিবর্তন করবেন না।’

ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা যেন সাকিবের সঙ্গেই সুর মেলালেন! তিনি বলেছেন, ‘সাকিব এভাবে খেলে। অবশ্যই পরিস্থিতি বুঝে খেলা উচিত। তবে সে এভাবেই সফল হচ্ছে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাস পর ইলিশ ধরা শুরু
দুই মাস পর ইলিশ ধরা শুরু
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস