X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
ওয়ালটন ল্যাপটপের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী

আইটিতে দেরিতে প্রবেশ করলেও এগিয়েছি অনেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ০৩:২৪

দেশের আইটি খাতের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আইটিতে আমরা দেরিতে প্রবেশ করলেও এগিয়েছি অনেক। এরই মধ্যে দেশের ৭০-৮০ শতাংশ মানুষের হাতে প্রযুক্তি পৌঁছে গিয়েছে। এই ঘটনা প্রমাণ করে আমরা অনেক দূর এগিয়েছি। বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের দেশীয় ল্যাপটপ ব্র্যান্ড ‘ওয়ালটন ল্যাপটপ’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওয়ালটন ল্যাপটপের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

দেশীয় ব্র্যান্ডের ওয়ালটন ল্যাপটপ উদ্বোধন করতে পেরে অর্থমন্ত্রী উচ্ছ্বাসও প্রকাশ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় তাকে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে আমদানি নির্ভর থাকব না, আমরাও একদিন প্রযুক্তি পণ্য রফতানি করব। তিনি আরও বলেন, ২০২১ সাল নাগাদ আমরা বিশ্বকে জয় করার প্রযুক্তি তৈরি করতে পারব। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ পাওয়ায় পলকও তাকে অভিনন্দন জানান।

ওয়ালটন ল্যাপটপের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম।, ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর, মাইক্রোসফটের প্রতিনিধি পুবুদো বাসনায়েকেসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে চারটি মডেলের ল্যাপটপ প্রদর্শন করা হলেও ওয়ালটন গ্রুপ চারটি সিরিজের ২০টি মডেলের ল্যাপটপ নিয়ে বাজারে আসছে। ল্যাপটপগুলোর দাম ২৯ হাজার ৫০০ থেকে ৯৫ হাজার ৫০০ টাকার মধ্যে। ওয়ালটন কর্তৃপক্ষের আশা, উচ্চমান এবং সুলভ মূল্যের কারণে ল্যাপটপগুলো প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। একই সক্ষমতার ওয়ালটন ল্যাপটপের দাম অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপের তুলনায় ১০ থেকে ৩০ শতাংশ কম হবে বলেও তারা দাবি করেন।

অনুষ্ঠানে আরও বলা হয়, ওয়ালটন সাশ্রয়ী মূল্যে মাইক্রোসফটের জেনুইন অপারেটিং সিস্টেম বিক্রি করবে।

 আরও পড়ুন: তিন দেশ সফরে শনিবার ঢাকা ছাড়ছেন অর্থমন্ত্রী

/এইচএএইচ/ এমএনএইচ/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!