X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আবারও হ্যাকারদের কবলে সরকারি ওয়েবসাইট

টেক রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৭, ১৮:৪০আপডেট : ০২ জানুয়ারি ২০১৭, ১৮:৪০

ডট বিডি

১০ দিনের ব্যবধানে আবারও হ্যাকারদের কবলে পড়লো সরকারি ওয়েবসাইট। এবার দেশের টপ লেভেল কান্ট্রি ডোমেইন ডট বিডির সাইটটি হ্যাকারদের কবলে পড়ে। সর্বশেষ রবিবার সাইটটি কিছুক্ষণের জন্য হ্যাকাররা তাদের দখলে নিয়ে নেয়। পরে সাইটটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে জানিয়েছেন ডট বিডি ডোমেইনের তত্ত্বাবধানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ। সোমাবার সন্ধ্যায় ডট বিডির সাইটে প্রবেশ করা যাচ্ছিল।  

এদিন সন্ধ্যায় মীর মোহাম্মদ মোরশেদ বাংলা ট্রিবিউনকে জানান, হ্যাক হওয়ার কিছুক্ষণ পরেই ডট বিডির সাইট উদ্ধার করা সম্ভব হয়। তিনি বলেন, আমরা ডট বাংলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। ডট বিডিকেও ওই প্ল্যাটফর্মে চূড়ান্তভাবে আনা হবে। এতে কয়েকদিন সময় লাগবে। এই ফাঁকে কেউ হয়তো ডট বিডি তাদের আয়ত্বে নিয়ে নেয়। পরে আমাদের টেকনিক্যাল টিম সাইট উদ্ধার করে।

গত ২০ ডিসেম্বরও ডট বিডির সাইটটি হ্যাকাররা তাদের দখলে নিয়েছিল। ওই সময় পাকিস্তানি এক হ্যাকার সাইটটি হ্যাক করলেও এবার দেশেরই এক তরুণ ডট বিডির সার্ভারে ঢুকে এই অপকর্ম করে।

সংশ্লিষ্টরা বলছেন, বিটিসিএল তার ডট বিডির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুব একটা সচেতন নয়। এ কারণে এই ঘটনা ঘটেছে। বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর্স গ্রুপের (বিডিনগ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বলেন, ডট বিডি বিটিসিএল-এর কাছ থেকে যে গুরুত্ব পাওয়ার কথা ছিল তা পায়নি। এ ধরনের গুরুত্বহীনা দেখানোর কারণেই এটা হয়েছে বলে আমি মনে করি। তিনি জানান, শুনেছি একটি থার্ড পার্টির (প্রতিষ্ঠান) মাধ্যমে আউট সোর্স করে বিটিসিএল সমস্যাটির সমাধানে কাজ করছে।

প্রসঙ্গত, শুধু বিটিসিএল-এর ডট বিডি সাইটই নয়, ডট বিডি যুক্ত দৈনিক ইত্তেফাকের সাইট, মোবাইলফোন অপারেটর রবি, বাংলালিংক ও গুগলের সাইটও হ্যাকাররা তাদের দখলে নিয়ে নেয়।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: সরকারি ওয়েবসাইট ‘হ্যাক’ হওয়ার নেপথ্যে

সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!