X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘জুম শিগগিরই আসছে’

রুশো রহমান
০৯ এপ্রিল ২০১৭, ২০:৪১আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২০:৪১

আসছে জুম যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেসব পৃথক বৈঠকে দেশে গুগল মার্চেন্ট অ্যাকাউন্ট চালুর উদ্যোগ, ফেসবুক ডেভেলপারস কনফারেন্সে নির্বাচিত স্টার্ট-আপের জন্য সুযোগ সৃষ্টি এবং শিগগিরই শুরু হতে যাওয়া অনলাইন মার্চেন্ট পে-পালের সহযোগী প্রতিষ্ঠান জুম-এর এ দেশে কার্যক্রম চালুর বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী পলক ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ইমি আর্চিবং -এর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন। ইমি আর্চিবং বৈঠকে প্রতিমন্ত্রীকে জানান, ফেসবুক অ্যাড বিলিং ব্যাংকিং চ্যানেলে লেনদেনে তারা কাজ করছে। এ সময় এফ-কমার্স, ডিজিটাল মার্কেটিং প্রমোশন ও আইডিয়া প্রকল্পে পারস্পরিক সহযোগিতারভিত্তিতে কাজ করতে দুপক্ষ মতৈক্যে পৌঁছান। এছাড়া ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশি জনপ্রতিনিধিদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে এবং বাংলাদেশের সরকারি অফিসগুলোতে ফেসবুক ওয়ার্কস্পেস চালু, নির্বাচিত দেশিয় স্টার্ট-আপগুলোর ফেসবুক ডেভেলপারস কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ প্রদান এবং আগামী মে মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সোশ্যাল মিডিয়া এক্সপোতে পার্টনার হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে।
জুমের সঙ্গে পৃথক আরেকটি বৈঠকে প্রতিমন্ত্রী পলক পে-পাল-জুমকে বাংলাদেশে তাদের কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানালে পে-পাল জুম কর্তৃপক্ষ শিগগিরই বাংলাদেশে কার্যক্রম শুরু হবে বলে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। সফরকালে প্রতিমন্ত্রী পলক সিলিকন ভ্যালীভিত্তিক আমেরিকান ও প্রবাসী বাংলাদেশি শতাধিক উদ্যোক্তাদের সঙ্গে ইনভেস্টরস মিট শীর্ষক এক মত-বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। এ সময় প্রতিমন্ত্রী এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বাংলাদেশে প্রযুক্তি খাতে বিনিয়োগ পরিবেশ, সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা তুলে ধরেন। উদ্যোক্তারা এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। মত বিনিময় অনুষ্ঠানে অগমেডিক্স -এর সহ-প্রতিষ্ঠাতা ইয়ান শাকিল এবং অর্ধ-পরিবাহী উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্রেস্ট -এর চেয়ারম্যান ইউসুফ এ হক বক্তব্য রাখেন। ২ এপ্রিল প্রতিমন্ত্রী ইয়াং গ্লোবাল লিডার অ্যানুয়াল অ্যালামনাই সামিটে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনা যান।

/এইচএএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!