X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরেই ফোরজি সুবিধা চালু: তারানা হালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৪

তারানা হালিম (ফাইল ফটো) আগামী ডিসেম্বর মাস থেকে দেশে ফোরজি সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তারানা হালিম বলেন, ‘নভেম্বর মাসের মধ্যে ফোরজি চালুর প্রযুক্তিগত কাজ শেষ হবে। এরপর তরঙ্গ নিলাম হবে। আশা করছি ডিসেম্বরের মধ্যেই দেশের মানুষ ফোরজি সেবা পাবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ফোরজির লাইসেন্স দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপারেটররা পর্যাপ্ত পরিমান তরঙ্গ না কেনায় থ্রিজি সেবা নিরবিচ্ছিন্ন হয়নি। সেবায় কিছুটা ত্রুটি ছিল। কিন্তু ফোরজিতে সেই সুযোগ নেই। কারণ সরকার সেবার মানের বিষয়ে কঠোর মনিটরিং করবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নাম্বার ওয়ান নেটওয়ার্ক আপারেটরা সতর্ক থাকবে। তারা মানসম্পন্ন সেবা দিতে সেচেষ্ট থাকবে। তাই ফোরজি চালু করতে পর্যাপ্ত তরঙ্গ কেনার ক্ষেত্রে আর অবহেলার কোনও সুযোগ নেই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ইন্টারনেটের মূল্য বাড়াতে আগ্রহী না।’

তিনি আরও বলেন, ‘ফোরজি চালুর ক্ষেত্রে টেলিটককে বিশেষ সুবিধা দিচ্ছি না। এ জন্য তরঙ্গ নিলামের প্রক্রিয়াটি উন্মুক্ত রেখেছি। তবে টেলিটকের সেবার মান বাড়াতে চেষ্টা অব্যাহত আছে।’

ফোরজি প্রযুক্তির উন্নয়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য দুটি প্রকল্প একনেকে দুইবার অনুমোদন করা হয়েছে। তবে অর্থমন্ত্রী এ প্রকল্পে এখনও অর্থ ছাড় করেননি। দ্রুত অর্থ ছাড় করার কোনও আশাও আমি দেখছি না বলে জানান তারানা হালিম।

 আরও পড়ুন:  


‘খালেদা জিয়া পালিয়ে থাকেন কেন?’
মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩৮
দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু ভারত থেকে সব শরণার্থী ফিরিয়ে এনেছিলেন: প্রধানমন্ত্রী

/এসআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি না হয়েও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হয়েও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত