X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

অ্যাপ দিয়ে ক্যান্সার প্রশমন সেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ২৩:০৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২৩:১১

অ্যাপ দিয়ে ক্যান্সার প্রশমন সেবা উদ্বোধন অনুষ্ঠান ক্যান্সার রোগীদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক প্রশমন সেবা দেওয়া হয়ে থাকে।  এ ধরনের নতুন একটি চিকিৎসা সেবা চালু হয়েছে পেলিয়েটিভ কেয়ার বা প্রশমন স্বাস্থ্য সেবা নামে। অ্যাপটি তৈরি করেছে উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আমাদের গ্রাম। অ্যাপটির নাম এজি পেলিয়েটিভ কেয়ার।

সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অ্যাপটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয় বর্তমানে রোগীরা হাসপাতালের পাশাপাশি মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করেও সেবা পেতে পারেন। রোগী ওই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে অপর প্রান্তের সংযুক্ত চিকিৎসককে সহায়তা করতে পারেন। রোগীর দেওয়া উত্তরগুলো স্কোরিং করে চিকিৎসক রোগীকে জানিয়ে দেবেন কি ওষুধ খেতে হবে।  চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র পেয়ে রোগী ওই ওষুধ সেবন করে শারীরিক প্রশান্তি অনুভব করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মার্কেট ইউনিভার্সিটির অধ্যাপক ও ক্যান্সার গবেষক ড. রিচার্ড লাভ, আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম, অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টিআইএম নূরুল কবির, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে ড. রিচার্ড লাভ অ্যাপটি তৈরির প্রেক্ষাপট, গবেষণা, চ্যালেঞ্জ ইত্যাদি বিষয় তুলে ধরেন।

আমাদের গ্রাম প্রকল্পের পরিচালক রেজা সেলিম বলেন, ‘অ্যাপটি তৈরির পরে ২০১৩ ও ২০১৪ সালে ১৩ জন ক্যান্সার রোগীর মোবাইলে অ্যাপটি ইনস্টল করে তাদের প্রশমন সেবা দেওয়া হয়েছে।  অ্যাপ ব্যবহার করে প্রাথমিক সফলতার পাশাপাশি তাতে আরও কী কী ধরনের সেবা যুক্ত করা যায় তা জানতেই এতোদিন অপেক্ষা করা হয়েছে।’

অনুষ্ঠানে জানানো হয়, আমাদের গ্রাম বাগেরহাটের রামপালের ঝনঝনিয়া গ্রামে ২৫ বিঘা জমির ওপর তৈরি করছে ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার।’ ক্যান্সার চিকিৎসার জন্য হলেও মূলত প্রশমন সেবার আদলে হাসপাতালটিকে গড়ে তোলা হচ্ছে। অনুষ্ঠানে হাসপাতালটি নিয়ে একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা ছিল।

 

/এইচএএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র