X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত দ্রুত এগিয়ে যাচ্ছে’

মাহবুবুর রহমান
৩০ নভেম্বর ২০১৭, ১৯:৪৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৭, ১৯:৪৩

গবেষণাপত্র হাতে অতিথিরা বাংলাদেশের আইটি-আইটিইএসের স্থানীয় খাত নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান এভারেস্ট গ্রুপের একটি গবেষণাপত্রের নানা দিক তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীর জনতা টাওয়ার সফটওয়্যার টেকনোলজি পার্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। মূলত আজই (৩০ নভেম্বর) এই গবেষণাপত্রটি প্রকাশ করা হলো। বাংলাদেশের বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার তথ্য বিশ্লেষণ করে ‘গবেষণা’ করে এভারেস্ট গ্রুপ। দেশের ইতিবাচক দিকগুলোই গবেষণাপত্রে উঠে এসেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত দ্রুত এগিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, প্রতিবেদনে যে বিষয়গুলো উঠে এসেছে তা আমাদের উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগবে পাশাপাশি এটি বিনিয়োগকারীদের কাছে দেশের ভাবমূর্তি বাড়াবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় আইটি-আইটিইএস খাতে নয় হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। ২০২৫ সাল নাগাদ তা প্রায় ৪৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছবে। বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও আফ্রিকার দেশগুলোতে আইটি-আইটিএস সেবা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। পাশাপাশি গবেষণাপত্রটি বিভিন্ন মাধ্যমে সবার কাছে পৌঁছানোরও ব্যাপারেও গুরুত্ব দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দক্ষ কর্মী তৈরিতে প্রচুর আগ্রহ রয়েছে যা দেশটিকে আরও সামনের দিকে এগিয়ে নিচ্ছে। বিনোয়গকারীদের উদ্দেশ্যে খুব জোরালোভাবেই প্রতিবেদটিতে কম খরচে ব্যবসা এবং দক্ষ কর্মী পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এভারেস্ট গ্রুপের কর্মকর্তারাসহ আরও অনেকে।
 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!