X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উদ্ভাবনী সৃজনশীলতায় শীর্ষ দশে আমার চেম্বার

দায়িদ হাসান মিলন
১১ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৫

ডা. অপূর্ব পণ্ডিত ডয়চে ভেলে আয়োজিত উদ্ভাবনী সৃজনশীলতায় শীর্ষ দশে অবস্থান করছে বাংলাদেশি স্টার্টআপ আমারচেম্বার। বিশ্বের ২৪টি দেশের অনেক প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এ স্থানে উঠে এসেছে তারা। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন আমার চেম্বারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডা. অপূর্ব পণ্ডিত।
ডয়চে ভেলে আয়োজিত ফাউন্ডার্স ভেলে কনটেস্টে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশ নেয়। এগুলোর মধ্য থেকে প্রাথমিকভাবে সেরা ১০টি উদ্ভাবনের নাম ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তীতে এখান থেকে শীর্ষ দুটি প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। তালিকার এক ও দুই নম্বরে থাকা প্রতিষ্ঠানটি দুটি পুরস্কার হিসেবে পাবে যথাক্রমে ১০ ও ৫ হাজার ইউরো।
তালিকার প্রথম প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ নির্বাচন করলেও দ্বিতীয় স্থান নির্বাচিত হবে জনসাধারণের ভোটে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে ব্যবহারকারীরা যে প্রতিষ্ঠানের পক্ষে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ভোট দেবেন, সেটাই দ্বিতীয় শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবে।
বাংলাদেশের আমারচেম্বার প্রাথমিক তালিকার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। যে কারণে সামনে তাদের সুযোগ আছে পুরস্কার জেতার। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাঃ অপূর্ব পণ্ডিত বলেন, ‘বিশ্বের ২৪টি দেশের অনেক প্রতিষ্ঠানকে পেছনে ফেলে শীর্ষ দশে জায়গা করে নিয়েছি আমরা। এটা আমাদের জন্য দারুণ এক অর্জন।’

প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বর মাস থেকে অনলাইন ও ক্লিনিক্যাল বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা দিচ্ছে আমারচেম্বার। দিন-রাত ২৪ ঘণ্টা এখান থেকে স্বাস্থ্যসেবা নিতে পারবে যে কেউ। ইন্টারনেট, মোবাইল কিংবা সরাসরি আমারচেম্বার অফিসে এসে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ রয়েছে। ইতিমধ্যে দেশে-বিদেশে ব্যাপক সাড়া ফেলেছেন তারা। প্রতিদিন বিদেশ থেকে অসংখ্য মানুষ আমারচেম্বারের সেবা নেন বলে জানালেন ডা. অপূর্ব।

তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে প্রতিদিনই আমরা কল পাচ্ছি। এর কারণ হলো, ভাষা আলাদা হওয়ায় অনেক রোগী তার সমস্যার কথা ডাক্তারকে ভালোভাবে বোঝাতে পারেন না। ফলে চিকিৎসা নেওয়া কঠিন হয়ে পড়ে। যেসব অঞ্চলে এ সমস্যা বেশি হয়, সেখান থেকেই বেশি ফোন আসে।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ