X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বর্ষপূর্তিতে মি ফ্যানদের নিয়ে শাওমির আয়োজন

টেক ডেস্ক
০৮ এপ্রিল ২০১৮, ২০:৪৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২০:৪৪

শাওমির অষ্টম বর্ষপূর্তিতে কেক কাটার আয়োজন শাওমির অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে আগত মি-ফ্যানদের অংশগ্রহণে ঢাকায় হয়ে গেল মি-ফ্যান ফেস্টিভাল-২০১৮। অনুষ্ঠানের  অফিশিয়াল নাম ছিল কেক উইথ মি। বাংলাদেশে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয়ে এই ইভেন্টের আয়োজন করা হয়।

শনিবার কেক কেটে ইভেন্টটির উদ্বোধন করেন সোলার ইলেক্ট্রোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ডিএম মজিবর রহমান ও প্রধান নির্বাহী দেওয়ান কানন। দেশের নানা প্রান্ত থেকে আসা মি-ফ্যানরাসহ মি বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা ইভেন্টে অংশ নেন। ফেস্টিভাল উপলক্ষে দুপুর থেকেই শাওমি ফ্যানরা ভেন্যুতে উপস্থিত হতে শুরু করেন। বিকেলে মি-ফ্যানদের মিলনমেলায় পরিণত হয়  অনুষ্ঠানস্থল।

মি-ফ্যানদের জন্য শাওমির সব ধরনের পণ্যের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দিতে এই ইভেন্টে প্রায় ৫০টি শাওমি এক্সেসরিজ ও ১০টিরও বেশি মডেলের স্মার্টফোন প্রদর্শন এবং ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হয়।  এছাড়া মি-ফ্যান ফেস্টিভালের অন্যতম আকর্ষণ ছিল মজার সব গেমস। গেমস ও কুইজে অংশ নিয়ে মি-ফ্যানরা শাওমির আকর্ষণীয় গ্যাজেটস, এক্সেসরিজ জিতে নেন।

দেওয়ান কানন বলেন, শাওমির মূল শক্তি হলো এর ফ্যানরা। আগামীতে প্রতিটি জেলায় মি-ফ্যানদের অংশগ্রহণে আরও বড় ইভেন্টের আয়োজনের পরিকল্পনা আছে। বিশ্বখ্যাত ব্র্যান্ড শাওমি ৮ বছর পূর্ণ করেছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে শাওমি। বাংলাদেশেও তরুণ প্রজন্মের কাছে শাওমির চাহিদার অন্যতম শীর্ষস্থানে রয়েছে। তিনি আরও বলেন, এ বছর ফোর-জি সাপোর্টেড দারুণ সব স্মার্টফোন পাবেন ব্যবহারকারীরা। গ্রাহকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বাজারে যাচাই করে বৈধ পথে আসা শাওমির অনুমোদিত স্মার্টফোন কিনুন। তিনি জানান, শাওমির বিক্রয় পরবর্তী সেবা আরও সহজ করতে এ বছর দেশব্যাপী ২০টি সার্ভিস সেন্টার স্থাপনের পরিকল্পনা আছে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ