X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

আইপি ফোন দেশে কর্মসংস্থান বাড়াচ্ছে

রুশো রহমান
৩০ এপ্রিল ২০১৮, ১৯:২৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৮, ১৯:২৭

ইন্টারনেট প্রটোকল ফোন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ২০০৯ সালে দেশের ৩২টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে দেয় আইপি টেলিফোনি (আইপি) সেবার লাইসেন্স। ২০১০ সালে কয়েকটি প্রতিষ্ঠান সেবা দিতে শুরু করলেও বর্তমানে ৮-১০টা অপারেটর এই সেবা দিচ্ছে। বাকি যে প্রতিষ্ঠানগুলো ছিলো সেগুলোর লাইসেন্স বাতিল হয়ে গেছে নয় তো অপারটরগুলো লাইসেন্স ফিরিয়ে দিয়েছে।  যে প্রতিষ্ঠানগুলো এখন সেবা দিচ্ছে সেগুলো নতুন নতুন কর্মসংস্থান তৈরি করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমানে আইপি টেলিফোনি বেশ জনপ্রিয়তা পেয়েছে। কলসেন্টারগুলোতে ব্যবহার হচ্ছে আইপি ফোন। স্মার্ট যোগাযোগ পদ্ধতি হওয়ায় বড় বড় প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ব্যাংকগুলো এর প্রতি ঝুঁকছে। এই প্রযুক্তি সময় এবং অর্থ সাশ্রয় করেছে। বিভিন্ন কোম্পানি এখন তাদের পণ্য ও সেবার প্রচারে টেলি-মার্কেটিংয়ে আইপিফোন ব্যবহার করছে।   
জানা গেছে, ব্যাংকের কল সেন্টারগুলো আগে বেশ সমস্যায় ছিল। সেসময় বিটিসিএল-এর ল্যান্ডফোন ছাড়া অন্যকোনও সংযোগ ছিল না। আইপি টেলিফোনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আসার পর প্রতিযোগিতামূলক সেবা গ্রহণ করার সুযোগ সৃষ্টি হয়। আইপি প্রযুক্তির কারণে গ্রাহকদের বিনিয়োগও অনেক কমে আসছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আউটসোর্সিং অ্যান্ড কল সেন্টারের (বাক্য) সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন জানান, আইপি ফোনের কারণে কল সেন্টাগুলো পরিচালনা সহজ হয়েছে। বিপিও খাতের প্রসারে আইপি ফোনের ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইপি ফোন সব পক্ষকেই স্বস্তি দিচ্ছে।   
আইপি টেলিফোনি প্রযুক্তি কয়েক ঘণ্টায় সেবা চালু করতে পারে। বর্তমানে আম্বার আইটি, বিডিকমসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান সফলতার সঙ্গে আইপি টেলিফোনি সেবা দিচ্ছে। আম্বার আইটির রয়েছে আইপিফোনের টোটাল সলিউশন। ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, বিকাশ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো আম্বারের সেবা নিচ্ছে বলে জানা গেছে। দিনে দিনে এসব প্রতিষ্ঠানের গ্রাহক বাড়ছে বলে জানা গেছে ।
বর্তমানে ব্যাংকগুলোর পাশাপাশি ডিজিকন,সুপারটেলের মতো অনেক দেশি বিদেশি প্রতিষ্ঠান এ ব্যবসায় এগিয়ে এসেছে। আভ্যন্তরীণ কল সেন্টারগুলো একটা নতুন ব্যবসা হিসাবে আত্মপ্রকাশ করে একটা নতুন কর্মক্ষেত্র তৈরিতে ভূমিকা রাখছে। আগে কল সেন্টারে এজেন্ট হিসাবে চাকরির জন্য যেখানে ভালো ইংরেজি জানাটা বাধ্যতামূলক ছিল যা অনেকের জন্য প্রতিবন্ধকতা তৈরি করতো। এ ধরনের কল সেন্টারে যেহেতু দেশের গ্রাহককে সেবা দেওয়া হয় কাজেই বাংলা ভাষাতেই তারা সেবা দিতে পারছে। উন্নত প্রযুক্তি এবং সেবার মান ভালো হওয়ার কারণে এই সেবায় কল ভলিউম প্রতিনিয়ত বাড়ছে যা কর্ম সংস্থান তৈরি এবং দক্ষ জনবল সৃষ্টি করছে যা বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) খাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র