X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্মার্ট টেকনোলজিসের ঘরে এলো ক্যাসপারস্কি

মাহবুবুর রহমান
১৪ নভেম্বর ২০১৮, ১৯:২০আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:২০

স্মার্টের ঘরে ক্যাস্পারস্কি স্মার্ট টেকনোলজিসকে আনুষ্ঠানিকভাবে পরিবেশক হিসেবে নিয়োগ দিলো ক্যাসপারস্কি ল্যাব। বুধবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন ক্যাসপারস্কি ল্যাবের দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক শ্রেণিক ভায়ানি, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম মহিবুল হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয় ক্যাসপারস্কি ল্যাব তাদের নতুন পরিবেশক-অংশীদারের সঙ্গে বাংলাদেশের বাজারে ব্যবসা বাড়াতে কাজ করবে। যা এই অঞ্চলে ক্যাসপারস্কি ল্যাবের ব্যবসা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিল্প, ব্যবসা এবং ব্যক্তিগত সাইবার সুরক্ষায় ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে ক্যাসপারস্কি স্মার্ট টেকনোলজিসকে তাদের পরিবেশক হিসেবে নিযুক্ত করলো।

শ্রেণিক ভায়ানি বলেন, পরিবেশক হিসেবে স্মার্ট টেকনোলজিসকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। এ অঞ্চলে সাইবার অপরাধীদের আগ্রাসীভাবে দমনের কৌশলে আমরা এগিয়ে যেতে চাই। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের ১ বিলিয়ন ডলার চুরির ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে, এটা আমাদের জন্য একটা শিক্ষা। কোনও অঞ্চলই পুরোপুরিভাবে নিরাপদ নয় এবং এজন্য সাইবার সিকিউরিটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরেই এই দেশে ক্যাসপারস্কি বিষয়ে আগ্রহ দেখেছি। ক্যাসপাস্কি ল্যাবের একটা সম্প্রসারণ পরিকল্পনা রয়েছে, যার ধারাবাহিকতাই এই শুরু। জহিরুল ইসলাম বলেন, বিশ্বে ক্যাসপারস্কি ল্যাব সাইবার নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ নাম। ক্যাসপারস্কির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এবার আমরা ক্যাসপারস্কি’র মত একটি বিশ্বখ্যাত অ্যান্টিভাইরাস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হচ্ছি। এখানে আমাদের বছরের অভিজ্ঞতা কাজে লাগাবো, যা দিয়ে আমরা নিশ্চিতভাবে ক্যাসপারস্কি ল্যাবের বিশ্বমানের পণ্য সারাদেশে ছড়িয়ে দিতে পারব। সাইবার ঝুঁকি ঠেকানোর মাধ্যমে ক্যাসপারস্কির পণ্য নিশ্চিতভাবেই বাংলাদেশের সব শ্রেণির মানুষের অর্থ ও সময়ের অপচয় রোধ করবে। ক্যাসপারস্কি ল্যাবের থ্রেট ইন্টেলিজেন্স এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা ধারাবাহিকভাবে পরবর্তী প্রজন্মের সাইবার নিরাপত্তা সমাধান করছে। বিশ্বব্যাপি ব্যবসা নিরাপদ রাখতে, গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তায় সরকারি এবং ব্যক্তি পর্যায়ে কাজ করছে ক্যাসপারস্কি। বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ সিকিউরিটি সল্যুউশন এবং প্রটেকশন নিয়ে কাজ করার পাশাপাশি এ প্রতিষ্ঠানটি ডিজিটাল হুমকি মোকাবেলাতেও কাজ করছে। 

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ