X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে ভেঞ্চার ক্যাপিটাল

টেক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৬

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিধি দল ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি ফার্মকে সঙ্গে নিয়ে দেশে স্টার্টআপ এবং কোম্পানির মানোন্নয়ন ও বিভিন্ন ধাপের জন্য সহায়ক ইকোসিস্টেম তৈরির জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ধন্যবাদ জানিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)।

সংগঠনটির চেয়ারম্যান ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসানের নেতৃত্বে ৫ সদস্যের এক প্রতিনিধি দল সম্প্রতি এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়ার সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানানো হয়। বৈঠকে তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভিসিপিয়াব মহাসচিব ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, ভিসিপিয়াব পরিচালক ও মসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ মতিন, বিল্ড বাংলাদেশের চেয়ারম্যান ড.আরাস্তু খান ও ভিসিপিয়াব সদস্য ও ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজেদ-উল-বাশার।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, আমরা ভিসিপিয়াব’র এই প্রস্তাবনাগুলো বিবেচনা করব এবং ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি খাত সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় কাজগুলো করবো।  

ভিসিপিয়াব চেয়ারম্যান শামীম আহসান বলেন, ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি এক্ষেত্রে নতুন অর্থনৈতিক সুযোগ নিয়ে আসছে এবং উদ্ভাবনী উদ্যোক্তাদের বড় ধরনের রিটার্নের সুযোগ দিচ্ছে। প্রয়োজনীয় পলিসি সহায়তায় ভেঞ্চার ক্যাপিটাল আগামী ১০ বছরে বিদেশি বিনিয়োগ কয়েকগুণ বাড়াতে পারবে, যার অন্যতম উদাহরণ ভারত, জাপান, ইন্দোনেশিয়া এবং যুক্তরাষ্ট্র।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
সুঁই-সুতোয় ‘স্বপ্ন বুনছেন’ ভোলার আমেনা খানম
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
ভিজিএফের চাল না পাওয়া উপকারভোগীদের মানববন্ধনে হামলা
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ