X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

বিডিকম চালু করছে নিরাপদ ইন্টারনেট সেবা ‘ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রি’

টেক রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ১৭:৩২আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৭:৩২

সংবাদ সম্মেলন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিডিকম দেশে চালু করতে যাচ্ছে ইন্টারনেটের নতুন সেবা ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রি। আগামী এপ্রিল মাস থেকে রাজধানীতে ব্রডব্যান্ড ইন্টারনেটভিত্তিক এ সেবা দেওয়া শুরু হবে। উচ্চগতির ১০০ এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ড) ইন্টারনেট ও নিরাপদ ইন্টারনেট, পরিবেশবান্ধব ফোন, আইপিটিভি ও ভিওডি (ভিডিও অন ডিমান্ড) সেবা পাওয়া যাবে। সোমবার (১৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নতুন এই সেবার ঘোষণা দেয় বিডিকম অনলাইন কর্তৃপক্ষ। ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রি বিডিকম অনলাইন লিমিটেডের একটি নতুন প্রকল্প।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিডিকম অনলাইন মূলত দুই ধরনের সেবা চালু করছে। একটি ‘ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রি হোম’ ও অন্যটি ‘ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রি বিজনেস।’ দুটি সেবায় দুই ধরনের প্যাকেজ থাকছে। ভেলোসিটি আলট্রা সেবায় থাকছে ১০০ এমবিপিএস আর ভেলোসিটি সুপারে থাকছে ৭৫ এমবিপিএস গতি। ভেলোসিটি হোম প্যাকেজ দুটির মাসিক খরচ যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা ও ২ হাজার ৯৯৯ টাকা। ভেলোসিটি বিজনেস সেবার খরচ যথাক্রমে ১১ হাজার ও ৯ হাজার ৯৯৯ টাকা।

বিডিকমের ব্যবস্থাপনা পরিচালক ও ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রির প্রকল্প পরিচালক এস এম গোলাম ফারুক আলমগীর বলেন, আমরা নিরাপদ ইন্টারনেটের ধারণা থেকে নতুন এই সেবা চালু করছি। এ সেবায় ইন্টারনেট গ্রাহকরা শিশুদের জন্য ইন্টারনেটে বিশেষ ব্যবস্থা নিতে পারবেন। বিশেষ নিয়ন্ত্রণ থাকবে অভিভাবকদের হাতে।

এস এম গোলাম ফারুক আলমগীর আরও বলেন, শুরুতে ঢাকায় এই সেবা চালু হচ্ছে। ঢাকার প্রায় সব এলাকা এই সেবাদানের জন্য প্রস্তুত করা হয়েছে। ১৪ এপ্রিল থেকে তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।’ শিগগিরই সারাদেশে তারা এই সেবা চালু করবেন বলে জানালেন।

ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রির অর্থ ব্রডব্যান্ডের সব সেবা। এটি ট্রিপল প্লে সেবা (ইন্টারনেট, ফোন ও টিভি)। এর আগে আইপিটিভির লাইসেন্স না থাকায় ট্রিপল প্লে চালু করা সম্ভব হয়নি। গত বছর এই সেবা পরিচালনার অনুমতি দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রডব্যান্ড ৩৬০ ডিগ্রির আওতায় ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন, ট্যাব, স্মার্টটিভিতে দেশি বিদেশি টিভি চ্যানেল দেখা যাবে। এর মাধ্যমে নিরাপদ ইন্টারনেট টুল ও রাউটার পাবেন গ্রাহক, যার মাধ্যমে ৫৭ ধরনের ক্যাটাগরির কনটেন্ট ফিল্টার করা যাবে। ফলে শিশুর হাতে উঠবে শতভাগ নিরাপদ ইন্টারনেট সেবা (নিয়ন্ত্রণের ফলে শিশুদের সামনে কোনও পর্নোগ্রাফি ও সহিংস কোনও ছবি,ভিডিও আসবে না)। বাবা-মা বাসা বা অফিসে বসে বাসার ইন্টারনেট সেবা (নিরাপদ ইন্টারনেট)ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিএফও শিবলি নোমান, সিটিও এসএম কামরুজ্জামান প্রমুখ। সংবাদ সম্মেলনে নিরাপদ ইন্টারনেট সেবা বিডিকম কিভাবে দেবে তার একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা দেখানো হয়।  

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র