X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চীনে উন্মোচিত হলো হুয়াওয়ের ফোল্ডেবল মেইট এক্স

ইশতিয়াক হাসান
১৬ নভেম্বর ২০১৯, ১২:৪৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২০:৪৪

হুয়াওয়ের ফোল্ডেবল মেইট এক্স ফোন দেরিতে হলেও অবশেষে উন্মোচিত হলো হুয়াওয়ের ফোল্ডেবল মেইট এক্স ফোন। ১৫ নভেম্বর চীনে উন্মোচিত হয়েছে ফোনটি। তবে অন্যান্য দেশের কিছু কিছু পয়েন্টে ফোনটি উন্মোচিত হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ফোনটির দাম দুই হাজার চারশ মার্কিন ডলার। দাম অনেক বেশি হলেও উন্মোচিত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সব ফোন বিক্রি হয়ে গেছে। এতে অবশ্য ফোনপ্রেমীদের হতাশ হওয়ার কোনও কারণ নেই। কারণ যারা ফোনটি কিনতে পারেননি তাদের জন্য আবারও সুযোগ থাকছে ২২ নভেম্বর। ওই দিন ফোনটির বিক্রি হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।
ফাইভজি ডিভাইসটির খোলা অবস্থায় সম্পূর্ণ স্ক্রিনের মাপ আট ইঞ্চি। আর ভাঁজ করলে এর এক পাশের স্ক্রিনের মাপ হয় ৬.৮ ইঞ্চি, অপর পাশের মাপ ৬.৬ ইঞ্চি। র‌্যাম থাকছে ৮ জিবি আর ইন্টারনাল মেমোরি ৫১২ জিবি। আরও আকর্ষনীয় বিষয় হলো, ফোনটিতে থাকছে ৫৫ ওয়াটের ফার্স্ট চার্জিং ব্যবস্থা। এছাড়া ফোনের স্ক্রিন সংক্রান্ত যেকোনও মেরামত বা স্ক্রিন প্রতিস্থাপনের ক্ষেত্রে ক্রেতারা পাবেন ৫০ ভাগ ছাড়।
হুয়াওয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রথম সেলের জন্য তারা সীমিত সংখ্যক কিছু সেট বাজারে ছেড়েছে। তবে সংখ্যাটি কতো সে সম্পর্কে কিছু জানানো হয়নি। গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের বিশ্লেষক বেন উড বলেন, স্যামসাং গ্যালাক্সির ফোল্ডেবল সেটটি ব্যবহারের পর থেকে এই প্রযুক্তিটির ব্যাপারে তার সন্দেহ রয়েছে। এদিকে হুয়াওয়ে তার ফোল্ডেবল স্ক্রিনটি রেখেছে বাইরের দিকে। এমন ডিজাইনকে তিনি বিপজ্জনকই মনে করছেন। কারণ এতে স্ক্রিনটি সহজেই দুর্ঘটনাজনিত কারণে নষ্ট হতে পারে বলে তিনি মনে করেন।
বিবিসিকে তিনি বলেন, ‘বিস্ময়ের ব্যাপার হলো, এমন বিশাল দামের একটি ফোন উন্মোচিত হলো শুধুমাত্র চীনে। তবে এটি অসাধারণ একটি ডিভাইস। যেকোনও বাণিজ্যিক পণ্যের চেয়ে এটিকে বরং ‘সম্ভবের শিল্প’ বলা যায়।’

 

/ওআর/ এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ