X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সরকারি নির্দেশে দেশীয় ব্যান্ডউইথের বিক্রি বাড়ায় সাফল্য উদযাপন করল বিএসসিসিএল!

হিটলার এ. হালিম
২১ এপ্রিল ২০১৬, ০৯:০৮আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৪:৩০

দেশীয় ইন্টারনেট ব্যান্ডউইথের বিক্রি বেড়েছে সরকারি নির্দেশে দেশীয় ইন্টারনেট ব্যান্ডউইথের বিক্রি বেড়ে যাওয়ায় ‘সাফল্য’ উদযাপন করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হেসেন বলেন, বিএসসিসিএল –এর ব্যান্ডউইথের ব্যবহার ২৭ গিগা থেকে বেড়ে ১১১ গিগা হয়েছে। এই সাফল্যে আমরা (বিএসসিসিএল) সবাই চা-নাস্তাও খেয়েছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিএসসিসিএল-এর ব্যান্ডউইথের ব্যবহার এক সময় ৪৩ গিগাতে গিয়ে পৌঁছেছিল। কিন্তু তারপর থেকেই পতন শুরু হয়।দেশের ৬টি ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল (আইটিসি) ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি শুরু করলে বিএসসিসিএল-এর ব্যান্ডউইথের ব্যবহার কমতে শুরু করে। দাম কম হওয়ায় দেশীয় প্রতিষ্ঠানগুলো আইটিসি থেকে ব্যান্ডউইথ কিনতে শুরু করে। ফলে দেশীয় ব্যান্ডউইথের ব্যবহার ২৭ গিগায় নেমে যায়। অন্যদিকে আইটিসিগুলোর ব্যান্ডউইথ ১০০ গিগা ছাড়িয়ে যায়।
দেশীয় ব্যান্ডউইথের ব্যবহার বাড়াতে সরকার গত জানুয়ারি মাসে একটি নির্দেশনা জারি করে। তাতে বলা হয়, দেশ থেকেও ব্যান্ডইউথ কিনতে পারবে আইটিসিগুলো। শর্ত সাপেক্ষে বিএসসিসিএল থেকে সরাসরি এ ব্যান্ডউইথ কিনতে পারবে আইটিসিগুলো। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এই নির্দেশনা জারি করে।
আইটিসির কাছে ব্যান্ডউইথ বিক্রির অনুমতি চেয়ে বিএসসিসিএল টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসিকে পত্র দিলে অনুমতি দেওয়া হয়। বিটিআরসির নির্দেশনা অনুসারে প্রতিটি আইসিটি মোট ব্যবহৃত ব্যান্ডউইথের ১০ শতাংশ বিএসসিসিএলের কাছ থেকে কিনতে পারবে বলে নির্দেশনায় বলা হয়। একইভাবে প্রয়োজন হলে বিএসসিসিএলও আইটিসিগুলো থেকে ব্যান্ডউইথ কিনেত পারবে।

আরও পড়ুন:   আহমেদ নিলয় নামে এক ব্যক্তির ফেসবুক টাইমলাইন  ফেসবুকে এইচএসসি’র জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ফাঁস!

মূলত, তারপর থেকেই বিএসসিসিএল-এর ব্যান্ডউইথ বিক্রি বাড়তে থাকে।

বিএসসিসিএল সূত্রে জানা গেছে, সামিট কমিউনিকেশন একটা এসটিএম, ফাইবার অ্যাট হোম ৩টা এসটিএম, নভোকম ৪টা এসটিএম এবং ওয়ান এশিয়া অ্যালায়েন্স ৪০ গিগা ব্যান্ডউইথ চেয়েছে বিএসসিসিএল-এর কাছে।

এ প্রসঙ্গে বিএসসিসিএল-এর ব্যবস্থাপনা পরিচলাক মো. মনোয়ার হোসেন বললেন, চাইলেই তো আর এই পরিমাণ দেওয়া যাবে না। তারা তাদের মোট ব্যবহৃত ব্যান্ডউইথের ১০ শতাংশ বিএসসিসিএল থেকে কিনতে পারবে। সরকারি ব্যান্ডউইথের বিক্রি বেড়ে যাওয়াকে তার প্রতিষ্ঠানের সাফল্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা এই সাফল্য উদযাপনও করেছি।

আরও পড়ুন:     ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম  ‘বায়োমেট্রিক সিম নিবন্ধন কোনও রাজনৈতিক ইস্যু নয়’

আইটিসিগুলো সূত্রে জানা গেছে, বর্তমানে আইটিসিগুলো ভারত থেকে ১৭০-১৮০ গিগা ব্যান্ডউইথ আমদানি করছে। আইটিসিগুলোর চেয়েও কম দামে বিএসসিসিএল ব্যান্ডউইথ বিক্রি করায় প্রতিষ্ঠানটির ব্যান্ডউইথ বিক্রি বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে আইটিসি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেক অফিসার সুমন আহমেদ সাবির বলেন, আমরা সবগুলো আইটিসি মিলে বিএসসিসিএল-এর কাছে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ চেয়েছিলাম। কিন্তু বিটিআরসি আমাদের অনুমোদন দেয়নি। ১০ শতাংশ নির্ধারণ করে দেয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফাইবার অ্যাট হোম বিএসসিসিএল থেকে ব্যান্ডউইথ নেয়নি।

জানা গেছে, বিএসসিসিএল এখন ব্যান্ডউইথের দাম কমিয়ে প্রতি গিগা ৬২৫ টাকায় নামিয়ে এনেছে। তাও শর্ত সাপেক্ষে। বান্ডল আকারে ১০ গিগা ব্যান্ডউইথ কেউ নিলে তবেই দাম পড়ে ৬২৫ টাকা। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিএসসিসিএল থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ৬২৫ টাকা করে ব্যান্ডউইথ কিনে ৩৫০ টাকা করে বিক্রি করে।

/এইচএএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা