X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

নারী দিবস উপলক্ষে কক্সবাজারে তরুণদের মানববন্ধন

তারুণ্য ডেস্ক
০৮ মার্চ ২০২৪, ২১:৪৪আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২১:৪৪

আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্থানীয় জনসাধারণ এবং পর্যটকদের মধ্যে নারী দিবসের গুরুত্ব এবং জনসচেতনতা বৃদ্ধিতে ইউ.এস. ফরেস্ট সার্ভিস-এর যুব সংগঠন ইয়ুথ কনজারভেশন নেটওয়ার্ক (ওয়াই সি এন) এবং স্থানীয় বেসরকারি সংগঠন ইপসা (সেন্টার ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট) একটি মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করে। কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই মানববন্ধনে দেশে সমতা, সাফল্য এবং প্রবৃদ্ধি নিশ্চিতে নারীর অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। আয়োজনের স্লোগান ছিল, ‘নারী দিবসের অঙ্গীকার, গড়বো সমাজ সমতার।’

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজারের নারীরা এখনো সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষার দিক দিয়ে অসম অবস্থায় আছেন। এখনও নেতৃত্ব এবং আয়বর্ধক কাজে নারীর অন্তর্ভুক্তি আশানুরূপ হারে বাড়ছে না। অসম এই সমাজ ব্যবস্থায়, সমতার বার্তা নিয়ে আয়োজিত এই মানববন্ধনের উদ্দেশ্য ছিল লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, প্রচলিত ভুল ধ্যান ধারণাগুলোকে চ্যালেঞ্জ করা এবং নারীবান্ধব পরিবেশ তৈরি।

শহীদ মিনারের সামনে দিয়ে যাওয়া নারীদের ফুল দেওয়া হয় উপহার।  ছবি: এস.এম.আর আরফানুল আলম

মানববন্ধনের এক পর্যায়ে বক্তব্য প্রদানকালে ‘ইয়েস বাংলাদেশ’ এর নির্বাহী পরিচালক তারেকুর রহমান বলেন, ‘আজকের নারীরা সব কাজে এগিয়ে, বৈচিত্র্যে, শক্তিতে তারা কোনও অংশে কারোর থেকে পিছিয়ে নেই, তবুও তাদেরকে সবসময় অসমতার শেকলে আটকে রাখা হয়। এখন সময় এসেছে সেই শেকল ভাঙার। আজকের নারী দিবসের প্রতিজ্ঞা হোক, নারীর প্রতি সব ধরনের অবজ্ঞা রুখে দেওয়ার প্রতিজ্ঞা।’

ওয়াইসিএন এর তরুণরা মানববন্ধনের পাশাপাশি নারী দিবসের প্রতিপাদ্যকে কেন্দ্র করে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং স্লোগান দিতে থাকেন। একই সাথে শহীদ মিনারের সামনে দিয়ে পার হওয়া সকল নারীকে শুভেচ্ছা হিসেবে ফুল উপহার দেন। ব্যতিক্রমী এই আয়োজনে ফুল উপহার পেয়ে নারীরা আনন্দিত এবং উচ্ছ্বসিত। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে স্থানীয় একজন নারী বলেন, ‘খুব ভালো লাগছে যে আজকের তরুণরাও এখন নারীর অধিকার নিশ্চিতে সোচ্চার। এ রকম আয়োজন পুরো দেশেই হোক, নারীরাও তাদের অধিকার সম্পর্কে সচেতন হোক।’

শহীদ মিনারের সামনে দিয়ে যাওয়া নারীদের ফুল দেওয়া হয় উপহার।  ছবি: এস.এম.আর আরফানুল আলম

মানববন্ধন অনুষ্ঠানটি সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়। ওয়াইসিএন এর পাশাপাশি স্থানীয় তরুণ এবং বিভিন্ন বেসরকারি সংগঠন এই আয়োজনের সাথে একাত্মতা পোষণ করে।

ওয়াইসিএন আয়োজিত আজকের মানববন্ধনে ওয়াইসিএন, ইপসা, স্থানীয় যুব সংগঠন, এসএসডি এবং এআইটিসহ বিভিন্ন যুব সংগঠনের ১৫০
জনের বেশি তরুণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে র‍্যালি বের করে শহরের শৈবাল হোটেল সংলগ্ন কবিতা চত্বরের দিকে যাত্রা শুরু করে, সেখানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ছবি: এস.এম.আর আরফানুল আলম

ইউএসএআইডির অর্থায়নে এবং ইউ.এস.ফরেস্ট এর তত্ত্বাবধানে পরিচালিত এই ওয়াইসিএন গ্রুপ কক্সবাজার এবং বান্দরবানে প্রতি মাসেই প্লাস্টিক বর্জ্য পরিষ্কার, স্কুলে ডাস্টবিন স্থাপন, গাছ লাগানো, বন্যপ্রাণী সংরক্ষণসহ নানান ধরনের পরিবেশ বিষয়ক কাজ করে। 

ছবিঃ এস.এম.আর আরফানুল আলম

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ