X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এই মুহূর্তে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সেতু নয়: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২২, ১৩:১৯আপডেট : ২২ জুন ২০২২, ১৫:৪১

আয়োজন থাকলেও এই মুহূর্তে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সেতু নির্মাণ হচ্ছে না। বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিলেন শেখ হাসিনা।

মাওয়া-জাজিরার পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এতবড় একটা খরচ করেছি, আগে সেটার টাকা উঠুক। তারপর ওটা করবো।’

‘১৬টি জেলার মানুষ আরও বেশি উপকৃত হবে যদি পদ্মা সেতু-২ নামে আরেকটি সেতু নির্মাণ হয় এবং সরকারের প্রতিশ্রুতিও ছিল’—এ ব্যাপারে সরকারের ভাবনা জানতে চাওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে।

উত্তরে শেখ হাসিনা বলেন, ‘আমরা সরকারে আসার পর বিভিন্ন সেতু নির্মাণ করে সারা দেশটাকেই সংযোগ করেছি। যে পদ্মা সেতুটি তৈরি করলাম, এটা চালু হওয়ার পর দ্বিতীয়টার জন্য আমাদের মোটামুটি আয়োজন আছে, তবুও আগে দেখতে হবে—এটার প্রয়োজনীয়তাটা কতটুকু। সেটা বিবেচনা করে এটা করা হবে। কাজেই এখনই এতবড় একটা কাজ শেষ করে আবার আরেকটা শুরু করতে পারবো না।’

সরকারপ্রধান বলেন, ‘আগে আরিচা থেকে ফেরি যেতো দৌলতদিয়ায়। পাটুরিয়ার যে জায়গাটা আমরা ড্রেজিংয়ের পলি-বালি ফেলে ভরাট করি। আমাদের সরকার পরে আরিচা থেকে পাটুরিয়া ৭ কি. মি. রাস্তা নির্মাণ করে। যাতে ফেরির সময়টা কমে আসে। যদিও উদ্বোধন করে যেতে পরিনি।’

তিনি বলেন, ‘ওই জায়গাও খুব বড় নয়। কাজেই সেতুও বড় হবে না। ভবিষ্যতে যখন প্রয়োজন মনে করবো, তখন করবো। আর আমি আগেই বলেছি, কোনও প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে আমাদের রিটার্ন কী আসবে সেটা দেখতে হবে। এটা দেখে আমরা করবো। সেটা আমাদের মাথায় আছে। এখানে হয়তো সেতু করতে হতে পারে, করবো। সেটা আমরা তখন উদ্যোগ নেবো।’

মাওয়া-জাজিরার পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনাদের হিসাব করা উচিত, দৌলতদিয়া থেকে রাজবাড়ী মোড় পর্যন্ত ৩০-৩৫ কিলোমিটারের মতো যেতে হয়। আর রাজবাড়ী মোড় থেকে কামার খান ব্রিজ হয়ে কুষ্টিয়া যেতে পারেন। পাংশা থেকে কুমারখালী পর্যন্ত যাওয়ার জন্য আমরা ব্রিজ করে দিয়েছি। আমরা অনেক দিক থেকেই যোগাযোগের ব্যবস্থা করেছি। এখানে কতটুকু রিটার্ন আসবে, কী আসবে, কতটুকু উন্নতি হবে সেটা আমরা দেখবো।’

প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গে আমরা যেমন ধরলা ব্রিজ করে দিয়েছি। আবার ‍কুড়িগ্রামের সঙ্গে জামালপুরের দেওয়ানগঞ্জে যাওয়ার ব্রিজ করে দিয়েছি। লালমনিরহাটের রংপুরের গঙ্গাচড়া ব্রিজ করে দেওয়া হয়েছে। ডোমারের সঙ্গে পঞ্চগড়ে যাওয়ার ব্রিজ। উত্তরবঙ্গে অনেকগুলো ব্রিজ করেছি। লালমনিরহাট, কুমিড়গ্রাম, রংপুর, নীলফামারী সমস্ত জায়গায় ব্রিজের মাধ্যমে যোগাযোগ নেটওয়ার্ক আমরা করে দিয়েছি। যেখানে যেখানে প্রয়োজন আমরা করে দিচ্ছি। আর দক্ষিণে দোয়ারিকা, শিকারপুর, গাবখান থেকে শুরু করে পায়রায় ব্রিজ করছি।’

আরও পড়ুন...

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের বিচার হবে কিনা ‘সময়ই বলে দেবে’

সিলেটে অকল্পনীয় বন্যা হয়েছে: প্রধানমন্ত্রী

বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও উপকরণে তৈরি হয়েছে পদ্মা সেতু: প্রধানমন্ত্রী

‘পদ্মা সেতুকে ঘিরে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক অঞ্চল’

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ