X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৪ মে ২০১৭, ০৫:১৫আপডেট : ০৪ মে ২০১৭, ০৫:৪৫

 

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী মঙ্গলবার (২ মে) একই বিভাগের এক প্রভাষকের বিরুদ্ধে  সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধান ও উপাচার্যের লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর বিশ্ববিদ্যালয় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ওই ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানের মাধ্যমে একটি অভিযোগ পেয়েছি। চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  তাদের পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন,  ‘বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শামসুর রহমানকে তদন্ত কমিটির প্রধান করে প্রক্টর জাহিদুল কবীরকে সদস্য সচিব ও সিন্ডিকেট সদস্য ড. মৃণাল ভট্টাচার্য, সিনিয়র মেডিক্যাল কর্মকর্তা ডা. মমতাজ বেগমকে সদস্য করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার আগেরদিন ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কাছে প্রভাষক মো. মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ লিখিতভাবে জানিয়েছিলেন।  অভিযোগকারী শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘মিনহাজ উদ্দিনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হয়রানি করেন। কিন্তু বিয়ের প্রস্তাব দিলেও সম্পর্ক অস্বীকরা করেন। বাধ্য হয়ে আমি তার বিরুদ্ধে অভিযোগ করেছি।’

অভিযুক্ত শিক্ষক মো. মিনহাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন লোকের প্ররোচনায় ওই ছাত্রী আমার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এগুলো সব মিথ্যা ও বানোয়াট। আমার বিরুদ্ধে এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।’

/এএ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
হজ পালন করতে গিয়ে আরেক বাংলাদেশির মৃত্যু
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তে অনিশ্চয়তা ছড়াচ্ছে ইরানে
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ