X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 

স্পোর্টস ডেস্ক 
২০ মে ২০২৪, ০১:৫৯আপডেট : ২০ মে ২০২৪, ০১:৫৯

ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। রায়ো ভায়েকানোকে তাতে ৩-০ গোলে বিধ্বস্ত করে লা লিগায় দ্বিতীয়স্থান নিশ্চিত করেছে তারা। 

৩৭ ম্যাচে রানার্স আপ বার্সার সংগ্রহ ৮২ পয়েন্ট। তিনে থাকা জিরোনার চেয়ে তারা এগিয়ে আছে চার পয়েন্টে। চার ম্যাচ হাতে রেখে লিগ নিশ্চিত করা রিয়াল মাদ্রিদ ৯৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তারা অবশ্য একই রাতে এগিয়ে গিয়েও ভিয়ারিয়ালের সঙ্গে ড্র করেছে ৪-৪ গোলে। লিগে এখনও ম্যাচ বাকি একটি। 

বার্সেলোনা অগ্রগামিতা পায় তৃতীয় মিনিটেই। ডান উইং থেকে কাট ইন করে লেভানদোভস্কিকে বল চিপ করেন লামিনে ইয়ামাল। সেই বল দারুণভাবে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে জালে পাঠিয়েছেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নেন পেদ্রি। তিন মিনিট পর রায়োর হাই ডিফেন্সে ফাঁকা খুঁজে নিজের দ্বিতীয় গোলও তুলে নেন তিনি।         
মৌসুমটা দারুণভাবে কাটানো রিয়াল মাদ্রিদ শেষ দিকে এসে ধাক্কা খেয়েছে। চার গোল করে লিগ চ্যাম্পিয়নরা জয়ের সম্ভাবনা জাগালেও বিরতির পর তাদের বিধ্বস্ত করে ড্র আদায় করেছে ভিয়ারিয়াল। ম্যাচটা ড্র হয়েছে ৪-৪ গোলে। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে একাই চার গোল করেছেন ফরোয়ার্ড অ্যালেক্সান্ডার সরলথ। 

ম্যাচের ১৪ মিনিটে আরদা গুলেরের গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোস। তার পর ৩০ মিনিটে জোসেলু ও ৪০ মিনিটে লুকাস ভেসকেসের গোল আরও সুবিধাজনক স্থানে নিয়ে যায় তাদের। ৩৯ মিনিটে সরলথ একটি গোল শোধ দিয়ে স্কোর ৩-১ করেছিলেন। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ৪৫+২ মিনিটে জোসেলু জাল কাঁপালে রিয়াল আবারও তিন গোলের লিড ধরে রাখে। বিরতির পর বাকি সময় রিয়ালের রক্ষণে হানা দিয়েছেন নরওয়ের তারকা সরলথ। ৪৮, ৫২ ও ৫৬ মিনিটে আরও তিন গোল করে রিয়ালকে কোণঠাসা করে ছাড়েন তিনি। চার গোল করে লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতাও হয়ে গেছেন সরলথ। তার গোল সংখ্যা এখন ২৩।     

 

/এফআইআর/
সম্পর্কিত
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর যে লক্ষ্য নির্ধারণ করেছে বার্সা
ইন্টারের কোচ হয়ে আমি ভীষণ আনন্দিত: ইনজাগি 
ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে নামছে ইন্টার-বার্সা
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ