X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘অভিবাসন ক্ষেত্রে সুশৃঙ্খল বৈশ্বিক ব্যবস্থা দেখতে চায় বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ১৯:০৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ২০:১৪

  ঢাকায় চলছে জিএফএমডি সম্মেলন

অভিবাসন ক্ষেত্রে সুশৃঙ্খল একটি বৈশ্বিক ব্যবস্থা দেখতে চায় বাংলাদেশ, এর জন্য বাংলাদেশ গ্লোবাল কমপ্যাক্টের প্রস্তাব করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। শনিবার নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) সম্মেলনের প্রথম দিন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব একথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা কমপ্যাক্ট নিয়ে আলোচনা করছি এবং আশা করি সম্মেলন শেষে একটি দিক নির্দেশনা পাবো। গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘে কমপ্যাক্ট প্রতিষ্ঠার বিষয়ে সারা বিশ্ব একমত হয়েছে। এখন আমরা এই কমপ্যাক্টে কী কী উপাদান থাকবে তা নিয়ে আলোচনা করছি।’ বাংলাদেশ অভিবাসীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠার জন্য কমপ্যাক্টে কাজ করবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর ভারত সফর পিছিয়ে যাওয়া প্রসঙ্গে সচিব বলেন, ‘আমরা পরিবর্তিত তারিখ নিয়ে আলোচনা করছি।’ কেন সফর পিছিয়ে গেল সে সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ‘প্রধানমন্ত্রীদের অনেক অসুবিধা থাকতে পারে। আগের সফরসূচিতে সমস্যা ছিলো, সফরের তারিখটি দুই পক্ষের জন্য সুবিধাজনক ছিল না। এখন আমরা নতুন সফরসূচি নিয়ে কথা বলছি। আশা করছি, পরের তারিখটি সুবিধাজনক হবে ‘

কোনও বিশেষ কারণে সফর পিছিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনও বিশেষ কারণ নেই। দুই প্রধানমন্ত্রীর কত সুবিধা-অসুবিধা থাকে। এছাড়া, তাদের অনেক সফর আছে, আমাদের অনেক সফর আছে। প্রধানমন্ত্রী জানুয়ারি মাসে দাভোসে যাবেন। সব মিলিয়ে আগের তারিখটি উপযুক্ত ছিল না।’

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৮ এবং ১৯ ডিসেম্বর শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রথমে সফরসূচি ঠিক করা হলেও পরে বিশেষ কারণে তা পেছানো হয়।

/এসএসজেড/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন