X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এমপি লিটন হত্যার সব তথ্য মিলেছে, দুই সপ্তাহ’র মধ্যেই চার্জশিট:রংপুরের ডিআইজি

লিয়াকত আলী বাদল, রংপুর
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৪৬


রংপুরের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার ঘটনার সব তথ্য উদঘাটিত হয়েছে বলে দাবি করেছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ। তিনি জানিয়েছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। আজ রবিবার দুপুর ১২ টার দিকে নিজ কার্যালয়ে বাংলা ট্রিবিউনসহ একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন রংপুরের ডিআইজি।
ডিআইজি খন্দকার গোলাম ফারুখ বলেন, পুলিশের এ সাফল্য অর্জিত হয়েছে মূল পরিকল্পনাকারী ও হুকুম দাতা সাবেক সংসদ সদস্য ও জাপা নেতা কর্নেল (অব.) ডা. কাদের খানসহ কিলিং মিশনে অংশ নেওয়া খুনিদের গ্রেফতার করার মধ্য দিয়ে। অপরাধীরা প্রত্যেকে ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এ হত্যার ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করায় মামলাটির রহস্য নিয়ে এখন আর কোনও প্রশ্ন নেই।

নিহত এমপি লিটন
স্পষ্টভাষায় তিনি বলেন, ‘এ কথা এখন আমরা বলতে পারি, জাপা নেতা কাদের খান আবারও সংসদ সদস্য হওয়ার বাসনায় ওই আসনের সংসদ সদস্য লিটনকে গুলি করে হত্যা করিয়েছেন। এ জন্য খুনিদের বিভিন্নভাবে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করেন ডা. কাদের। তিনি আশা করেছিলেন, লিটনকে একান্ত অনুগত লোকদের দিয়ে হত্যা করার পর উপ-নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হবেন। কিন্তু উপ-নির্বাচনে তাকে জাপা মনোনয়ন না দিয়ে ব্যারিস্টার শামীম পাটোয়ারীকে মনোনয়ন দেয়। এতে ক্ষুব্ধ হয়ে তাকেও হত্যার পরিকল্পনা করেন ডা. কাদের খান। সে অনুযায়ী খুনিদের আবারও সুন্দরগঞ্জে ডেকে নিয়ে এসেছিলেন তিনি। শনিবার কাদের খান ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় দায়িত্বসহ ঘটনার ছক কীভাবে সাজিয়েছিলেন সে ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন এবং সব বিষয় স্বীকার করেছেন। কাদের বলেছেন, শুধুমাত্র ক্ষমতার লোভে সরকার দলীয় সংসদ সদস্য লিটনকে হত্যা করেছেন তিনি।’
অপরাধীদের শনাক্ত করার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, যারা অপরাধ করে তারা নিজেদের অবচেতন মনে কিছু প্রমাণ রেখে যায়। লিটন হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্র, বিশেষ করে গুলি এবং অন্য একটি ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার হওয়া গুলি পুলিশ হেড কোয়ার্টারে পরীক্ষা করে একই রকম বলে প্রমাণিত হয়। এরপরই মামলাটির দৃশ্যপট পাল্টে যায়। পুলিশ এ প্রমাণ পাওয়ার পর তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সন্দেহভাজন ৩ ব্যক্তিকে গ্রেফতার করে। এছাড়াও ঢাকা থেকে রানা নামের এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
রংপুরের ডিআইজি বলেন,  ‘এরপর জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করে, কার নির্দেশে তারা এ কাজ করেছে। এরপর হত্যার পরিকল্পনা, ছকসহ সব তথ্যই বেরিয়ে আসে। তাদের তথ্য প্রমাণ অনুযায়ী সাবেক সংসদ সদস্য কাদের খানকে গ্রেফতার করা হয়।’

ডা. আবদুল কাদের খান
তিনি জানান, গ্রেফতার হওয়া রানাকে আদালতে উপস্থিত করা হলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যার ছকের বিস্তারিত বিবরণ প্রকাশ করে। এরপর মূল পরিকল্পনাকারী জাপা নেতা কাদের খানকে শনিবার ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। সেখানে খুনের দায় স্বীকার করে পুরো ঘটনা বর্ণনা করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। ফলে এ মামলার রহস্য উদঘাটনে শতভাগ সাফল্য অর্জিত হয়েছে।
এক প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন, দ্রুততম সময়ে এমপি লিটন হত্যকারীদের গ্রেফতার করার মধ্য দিয়ে পুলিশের সক্ষমতার আবারও প্রমাণ মিলেছে। এ মামলায় পুলিশ হেড কোয়ার্টারের চৌকস দল এবং গাইবান্ধা পুলিশ যৌথভাবে নিরলস পরিশ্রমের মাধ্যমে খুনিদের চিহ্নিত করতে পেরেছে। এ ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সহায়তাও রহস্য উদঘাটন করতে পেরেছে।
/টিএন/

 

সম্পর্কিত
আলাপচারিতায় ব্যারিস্টার আমীর উল ইসলাম ও মানস ঘোষমুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
করারোপ নীতি শিক্ষা সম্প্রসারণকে বাধাগ্রস্ত করবে: সলিমুল্লাহ খান
বাংলা ট্রিবিউনকে ওয়াসিকা আয়শা খান‘নারীরা যে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন, এর নেপথ্যে শেখ হাসিনা’
সর্বশেষ খবর
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন