X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চ্যানেল আই চত্বরে বিটিভি’র জন্মদিন!

বিনোদন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৯, ১৮:১১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৩

চ্যানেল আই চত্বরে বিটিভি’র জন্মদিন! নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বিটিভির ৫৬তম জন্মদিন পালিত হলো দেশের অন্যতম বেসরকারি টিভি চ্যানেল আই চত্বরে!
১৯৬৪ সালের এই দিনে (২৫ ডিসেম্বর) পথচলা শুরু করে বিটিভি। প্রতি বছরই চ্যানেল আই তাদের দায়বদ্ধতা থেকে বিটিভির জন্মদিনে নিজস্ব প্রাঙ্গণে এমন আয়োজন করে আসছে।
এ আয়োজনকে অর্থবহ করে তুলতে রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ ও সুরের ধারার শিল্পীরা পরিবেশন করেছেন রবীন্দ্রনাথের কিছু গান। বিটিভির শুরু থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেছেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই’র পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। তিনি বলেন, ‘শিক্ষা, তথ্য ও সংবাদ চর্চার ৫৬ বছর। বিটিভিতে সেই সময়ে যারা কাজ করেছেন, তারাই এখন সংস্কৃতি অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য চিত্রশিল্পী এবং মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা মনোয়ার, ইমপ্রেস গ্রুপের পরিচালনা পর্ষদ সদস্য মুকিত মজুমদার বাবু ও জহির উদ্দিন মাহমুদ মামুনসহ মিডিয়ার বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দিলরুবা সাথী, যা সকাল ৯টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই এবং বাংলাদেশ টেলিভিশন। চ্যানেল আই চত্বরে বিটিভি’র জন্মদিন!

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
পুরনো লাইনআপে ফিরছে ‘ব্ল্যাক’!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
ফটোগ্রাফারদের ওপর খেপলেন নোরা ফাতেহি!
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…