X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দুই সিটি নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে: জানিপপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৪৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১০

দুই সিটি নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে: জানিপপ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ)। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
এতে বলা হয়, দুই সিটি করপোরেশন নির্বাচনের বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছে জানিপপ। সংস্থাটির ৬০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক উত্তর ও দক্ষিণে ভ্রাম্যমাণভাবে ১২৫টি ইভিএম ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেন। এবারের নির্বাচনে দুই সিটি করপোরেশনে ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন ভোটার ছিলেন। নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে নেতৃত্ব দেন জানিপপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
সংস্থাটি জানায়, সকাল ৮টা থেকে ইভিএম প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। সকালে শীতের কারণে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিভিন্ন কেন্দ্রে ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালনা করতে দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভিএম ব্যবহার করে ভোট দিতে কোনও অসুবিধা হয়নি বলে জানিয়েছেন ভোটাররা। প্রতিটি ভোটকেন্দ্রে এ নির্বাচনে ইভিএম সম্পর্কিত কারিগরি সহায়তা দেওয়ার জন্য সেনাবাহিনীর আর্টিলারি, ইস্ট বেঙ্গল ও ইঞ্জিনিয়ারিং ইউনিটের সৈনিক, ল্যান্স করপোরাল, করপোরাল, সার্জেন্ট এবং অন্যান্য বিভাগের সদস্য মোতায়েন ছিল। তবে কোনো কোনো ক্ষেত্রে বয়স্ক ও ইভিএম সম্পর্কে অনভিজ্ঞদের ভোট প্রদানে তুলনামূলকভাবে বেশি সময় লেগেছে বলে পরিলক্ষিত হয়।
সংস্থাটি আরও জানায়, এ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন কমিশনের প্রস্তুতি ছিল স্বাভাবিক, সুশৃঙ্খল ও সন্তোষজনক। সামগ্রিক বিচারে এ নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে মনে করে জানিপপ।

 

/এসও/আর/
সম্পর্কিত
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী