X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ এপ্রিল ২০২৪, ১৪:৩৩আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৪:৩৩

রাজধানীর মুগদায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী ও গেন্ডারিয়া থানা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী  নিহত হয়েছেন। নিহতরা হলেন, মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. মাহিন আহমেদ (১৩) ও ৬০ বছর বয়সী এক বৃদ্ধা। 
 
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মুগদা মদিনাবাগে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী মাহিন মারা যায়। নিহত শিক্ষার্থীর ভাই মাহফুজ আহমেদ বলেন, মুগদায় বাসার অদুরে মাহিন তার এক বন্ধুর বাসায় যাবে বলে বাসা থেকে বের হয়। 

সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির সিটি করপোরেশনের ময়লার গাড়ি ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত মাহিন কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার মো. মাসুম আহমেদের ছেলে। বর্তমানে মুগদার মামা ভাগনে গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। গার্মেন্টসের এক্সেসরিজ ব্যবসায়ী। তিন ভাই, এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। 

অপরদিকে, একই দিন দিবাগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর গোন্ডারিয়া থানাধীন পদ্মা ব্রিজ রেলিং প্রজেক্ট ঘন্টি ঘর এলাকায় রাস্তা পারাপারের সময়ে অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় এক নারী (৬০) গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
 
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

/এবি/ইউএস/
সম্পর্কিত
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস